ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বিষয় : বিজ্ঞান, অধ্যায় : দশম (অম্ল, ক্ষারক ও লবণ)

অষ্টম শ্রেণির পড়াশোনা

মোঃ শাহজাহান

প্রকাশিত: ০১:২১, ১৮ জানুয়ারি ২০২৩

অষ্টম শ্রেণির পড়াশোনা

-

সিনিয়র শিক্ষক
গভঃ টেকনিক্যাল হাই স্কুল, চাঁদপুর 

বহু নির্বাচনি প্রশ্নোত্তর:
১। টমেটোতে কোন এসিডের উপস্থিতি বিদ্যমান?
(ক) ম্যালিক এসিড     
(খ) এসকরবিক এসিড 
(গ) সাইট্রিক এসিড       
(ঘ) অক্সালিক এসিড
উত্তর : (ঘ) অক্সালিক এসিড
২। নিচের কোনটি এসিড?
(ক) ঈধ(ঙঐ)২     (খ) ঐ২ঝঙ৪ 
(গ) কঙঐ           (ঘ) ঘঐ৩ 
উত্তর : (খ) ঐ২ঝঙ৪
৩। কোনটি নীল লিটমাসকে লাল করে?
(ক) ঐঘঙ৩         (খ) ঘধঈষ
(গ) কঙঐ            (ঘ) ক২ঈঙ৩ 
উত্তর : (ক) ঐঘঙ৩              
৪। ঘঐ৪ঙঐ একটি ক্ষার যাÑ
(র) পানিতে ঙঐ- তৈরি করে 
(রর) জলীয় দ্রবণ পিচ্ছিল 
( ররর)  লাল লিটমাসকে নীল করে 
নিচের কোনটি সঠিক?
(ক) র, রর               (খ) র ও  ররর  
(গ) রর ও ররর         (ঘ) র, রর ও ররর 
উত্তর : (ঘ) র, রর ও ররর
৫। কোনটি ব্লিচিং পাউডার?
(ক) ঈধ(ঙঈষ)ঈষ    (খ) গম(ঙঐ২) 
(গ) ঐঈষ               (ঘ) ঘধঙঐ 
উত্তর : (ক) ঈধ(ঙঈষ)ঈষ              
৬। ঈধঈঙ৩+ ২ঐঈষ     ঈধঈষ২+ ঐ২ঙ + ঢ উক্ত সমীকরণে ‘ঢ’ যৌগ কোনটি?
(ক) ঐ২        (খ) ঙ২ 
(গ) ঈষ২             (ঘ) ঈঙ২ 
উত্তর : (ঘ) ঈঙ২
৭। খনি থেকে সোনা আহরণে কোনটি ব্যবহৃত হয়?
(ক) ঘধঈষ        (খ) ঐঘঙ৩  
(গ) ঐঈষ              (ঘ) ঐ২ঝঙ৪ 
উত্তর : (ক) ঘধঈষ               
৮। ঈধ(ঙঐ)২ + ঐ২ঝঙ৪      ী + ু
বিক্রিয়াটিতে ী ও ু যৌগগুলো কোনটি?
(ক) ঈঁঝঙ৪ + ২ঐ২ঙ     (খ) ঈধঝঙ৪ + ২ঐ২ঙ  
(গ) ঈধ(ঙঐ)২ + ২ঐ২ঙ     (ঘ) ঈধঙ + ২ঐ২ঙ 
উত্তর : খ) ঈধঝঙ৪ + ২ঐ২ঙ  
৯। কোনটি নির্দেশক?
(ক) মিথাইল রেড      
(খ) পটাশিয়াম হাইড্রোক্লোরাইড
(গ) মিথায়নিক এসিড     
(ঘ) পারক্লোরিক এসিড 
উত্তর : (ক) মিথাইল রেড          
১০। কোন যৌগটি ক্ষার?
(ক) ঈঁ(ঙঐ)২         (খ) ঈঁঙ 
(গ) অষ(ঙঐ)৩       (ঘ) কঙঐ 
উত্তর : (ঘ) কঙঐ
১১। ব্লিচিং পাউডার তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
(ক) ঈধ(ঙঐ)২     (খ) ঘঐ৪(ঙঐ)  
(গ) ঘধঙঐ           (ঘ) কঙঐ 
উত্তর : (ক) ঈধ(ঙঐ)২                   
১২। এন্টাসিড এর ক্ষেত্রে গম(ঙঐ)২ এর সাসপেনশানকে কী বলে?
(ক) ওয়াটার লাইম  
(খ) মিল্ক অফ লাইম 
(গ) মিল্ক অফ ম্যাগনেসিয়া     
(ঘ) ব্লু ভিট্রিয়ল 
উত্তর : (গ) মিল্ক অফ ম্যাগনেসিয়া     
১৩। খাবার সোডা ও হাইড্রোক্লোরিক এসিডের বিক্রিয়ায় কোন লবণটি উৎপন্ন হয়?
(ক) অষঈষ৩      (খ) কঈষ 
(গ) ঘধঈষ           (ঘ) গমঈষ২ 
উত্তর : (গ) ঘধঈষ                      
১৪। আগুন নেভানোর কাজে কোন গ্যাসটি ব্যবহৃত হয়?
(ক) ঙ২            খ) ঈষ২ 
(গ) ঘ২                  (ঘ) ঈঙ২ 
উত্তর : (ঘ) ঈঙ২
১৫। কোনটি খনিজ এসিড?
(ক) ঈঐ৩ঈঙঙঐ     (খ) ঐঙঙঈ-ঈঙঙঐ  
(গ) ঐঈষঙ৪        (ঘ) ঐঈঙঙঐ 
উত্তর : (গ) ঐঈষঙ৪                       
১৬। ওচঝ-এ ব্যবহৃত ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়?
(ক) ঐঈষ          (খ) ঐ২ঝঙ৪ 
(গ) ঐঘঙ৩         (ঘ) ঈঐ৩ঈঙঙঐ 
উত্তর : (খ) ঐ২ঝঙ৪ 
১৭। ঘঐ৪ঙঐ-
(র) একটি ক্ষার   
(রর) একটি ক্ষারক 
(ররর) জলীয় দ্রবণে আংশিক আয়নিত হয় 
নিচের কোনটি সঠিক?
(ক) র, রর            (খ) র,  ররর 
(গ) রর, ররর           (ঘ) র, রর, ররর 
উত্তর : (ঘ) র, রর, ররর
 

×