১৬১। আলাওলের ‘তোহফা’ কোন ধরণের কাব্য?
ক) আত্মজীবনী খ) প্রণয়কাব্য
গ) নীতিকাব্য ঘ) জঙ্গনামা
উত্তর: গ) নীতিকাব্য
১৬২। কোন্ কবি নিজেকে বাঙ্গালি বলে পরিচয় দিয়েছেন?
ক) গোবিন্দ দাস খ) কায়কোবাদ
গ) কাহ্ন পা ঘ) ভুসুকু পা
উত্তর: ঘ) ভুসুকু পা
১৬৩। ‘চাচা কাহিনী’র লেখক কে?
ক) সৈয়দ শামসুল হক খ) শওকত ওসমান
গ) সৈয়দ মুজতবা আলী ঘ) ফররুখ আহমদ
উত্তর: গ) সৈয়দ মুজতবা আলী
১৬৪। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি?
ক) দিকদর্শন খ) সংবাদ প্রভাকর
গ) তত্ত্ববোধিনী ঘ) বঙ্গদর্শন
উত্তর: ক) দিকদর্শন
১৬৫। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে?
ক) উনিশটি খ) কুড়িটি
গ) একুশটি ঘ) বাইশটি
উত্তর: গ) একুশটি
১৬৬। ‘নেমেসিস’ নাটকে নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
ক) দ্বিতীয় বিশ্বযুদ্ধ খ) উনপঞ্চাশের মন্বন্তর
গ) বায়ান্নর ভাষা আন্দোলন ঘ) একাত্তরের মুক্তিযুদ্ধ
উত্তর: খ) উনপঞ্চাশের মন্বন্তর
১৬৭। ‘নীল-দর্পণ’ নাটকটির বিষয়বস্তু কি?
ক) নীলকরর্দে অত্যাচার খ) ভাষা আন্দোলন
গ) অসহযোগ আন্দোলন ঘ) তে- ভাগা আন্দোলন
উত্তর: ক) নীলকরর্দে অত্যাচার
১৬৮। ‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
ক) ফার্সি খ) তুর্কি
গ) পর্তুগীজ ঘ) আরবি
উত্তর: খ) তুর্কি
১৬৯। কোনটি ‘অগ্নি’-র সমার্থক শব্দ নয়?
ক) পাবক খ) বৈশ্বানর
গ) সর্বশুচি ঘ) প্রজ্বলিত
উত্তর: ঘ) প্রজ্বলিত
১৭০। কোনটি সাধিত শব্দ নয়?
ক) পানসা খ) ফুলেল
গ) গোলাপ ঘ) হাতল
উত্তর: গ) গোলাপ
১৭১। বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ-
ক) বাগ + অম্বর খ) বাগ + আড়ম্বর
গ) বাক্ + অম্বর ঘ) বাক্ +আড়ম্বর
উত্তর: ঘ) বাক্ +আড়ম্বর
১৭২। ‘আফতাব’ শব্দের সমার্থক কোনটি?
ক) অর্ণব খ) রাতুল
গ) অর্ক ঘ) জলধি
উত্তর: গ) অর্ক
১৭৩। মুসলমান নারি জাগরণের কবি-
ক) ফজিলাতুন্নেছা খ) ফয়জুন্নেছা
গ) বেগম রোকেয়া ঘ) সামছুন্নাহার
উত্তর: গ) বেগম রোকেয়া
১৭৪। ইয়ং বেঙ্গল কি?
ক) বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ
খ) ইংরেজি ভাবধারপুষ্ট বাঙ্গালি যুবক
গ) একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম
ঘ) একটি সাময়িক পত্রের নাম
উত্তর: খ) ইংরেজি ভাবধারপুষ্ট বাঙ্গালি যুবক
১৭৫। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
ক) বাংলা সাহিত্যের ইতিহাস খ) বঙ্গভাষা ও সাহিত্য
গ) বাংলা সাহিত্যের কথা ঘ) বাংলা সাহিত্যের রপরেখা
উত্তর: খ) বঙ্গভাষা ও সাহিত্য
১৭৬। ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি?
ক) আরাকান রাজসভার খ) কৃষ্ণনগর রাজসভার
গ) রাজা গণেশের রাজসভার ঘ) লক্ষণ সেনের রাজসভার
উত্তর: খ) কৃষ্ণনগর রাজসভার
১৭৭। ‘ঘরে বাইরে’ উপন্যাসটি কার লেখা?
ক) আলাওল খ) কাজী দীন মহম্মদ
গ) কাজী মোতাহার হোসেন ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর: ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর