ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৩ শতাংশ: বিশ্বব্যাংক

প্রকাশিত: ২৩:৩৯, ২৩ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:৫৩, ২৩ এপ্রিল ২০২৫

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩.৩ শতাংশ: বিশ্বব্যাংক

ছবি: সংগৃহীত

চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি ৩ দশমিক ৩ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। 

বুধবার (২৩ এপ্রিল) প্রকাশিত সংস্থাটির দ্বিবার্ষিক প্রতিবেদন ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট: ট্যাক্সিং টাইমস’-এ এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, রাজনৈতিক অনিশ্চয়তা ও আর্থিক চাপের কারণে দেশের প্রবৃদ্ধি হার কমে যেতে পারে। আগামী অর্থবছর অর্থাৎ ২০২৫-২৬ সালে এই প্রবৃদ্ধি কিছুটা বাড়লেও তা ৪ দশমিক ৯ শতাংশে সীমিত থাকবে বলে ধারণা দিয়েছে বিশ্বব্যাংক, যা তাদের আগের পূর্বাভাসের চেয়ে কম।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ ফ্রানজিস্কা ওন্সর্জ বলেন, “নিম্ন রাজস্ব আহরণ দক্ষিণ এশিয়ার আর্থিক দুর্বলতার মূল কারণ। এটি অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে।”

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ এশিয়ার সামগ্রিক প্রবৃদ্ধিও দুর্বল হচ্ছে। ২০২৫ সালে অঞ্চলটির গড় প্রবৃদ্ধি ৫ দশমিক ৮ শতাংশে দাঁড়াবে বলে ধারণা করা হচ্ছে, যা গত অক্টোবরের পূর্বাভাসের চেয়ে শূন্য দশমিক ৪ শতাংশ কম। তবে ২০২৫ সালে এই হার ৬ দশমিক ১ শতাংশে উন্নীত হতে পারে।

অঞ্চলের অন্যান্য দেশের ক্ষেত্রেও নেতিবাচক চিত্র তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। আফগানিস্তানে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় জিডিপি প্রবৃদ্ধি নেমে আসবে ২ দশমিক ৫ শতাংশে, নেপালে প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে তা দাঁড়াবে ৪ দশমিক ৫ শতাংশে। পাকিস্তানে প্রবৃদ্ধি হবে ২ দশমিক ৭ শতাংশ এবং শ্রীলঙ্কায় ৩ দশমিক ৫ শতাংশ।

উল্লেখ্য, গত জানুয়ারিতে বিশ্বব্যাংক বাংলাদেশের প্রবৃদ্ধি ৪ দশমিক ১ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছিল। অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বলেছে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৯ শতাংশ।
 

এসএফ 

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার