ঢাকা, বাংলাদেশ   রোববার ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

সয়াবিন তেলের দাম বেড়েছে ১৯ টাকা?

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৯:০২, ১০ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৯:০৬, ১০ ডিসেম্বর ২০২৪

সয়াবিন তেলের দাম বেড়েছে ১৯ টাকা?

সয়াবিন তেল

শুল্ককর কমানের পরও দেশের বাজারে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে গতকাল সোমবার ৮ টাকা বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে সবকিছু হিসেব করলে দেখা যায় সয়াবিন তেলের দাম প্রতি লিটারে মূলত বেড়েছে ১৯ টাকা!

দাম বাড়ার হিসেব পর্যালোচনা করলে দেখা যায়, ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে দুই দফায় গত ১৭ অক্টোবর ও ১৯ নভেম্বর আমদানি শুল্ককর কমিয়ে তা ৫ শতাংশে নামিয়ে আনে সরকার। এতে প্রতি কেজি অপরিশোধিত সয়াবিন ও পাম তেলে শুল্ককর কমে ১০ থেকে ১১ টাকা। আর গতকাল সোমবার দাম কমানো হয় ৮ টাকা। ফলে দাম বাড়ার হিসেব করলে দেখা যায় তেলের দাম বেড়েছে মূলত ১৯ টাকা! তবে ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার শুল্ককর কমালেও বাজারে কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। কারণ, সরকার শুল্ককর কমালেও আমদানি বাড়েনি। তাই বাজারে বোতলজাত তেলের সংকটও তৈরি হতে দেখা যায়।

এদিকে, নতুনে করে তেলের দাম বাড়ানোর ফলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল এখন থেকে বিক্রি হবে ১৭৫ টাকায়, যা এত দিন ছিল ১৬৭ টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ১৫৭ টাকা। খোলা পাম তেলের লিটারও ১৪৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৭ টাকা করা হয়েছে। এ ছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৮৬০ টাকা, যা আগে ছিল ৮১৮ টাকা।

আজ মঙ্গলবার বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, ‘তেলের সবচেয়ে বড় সিন্ডিকেট পালিয়ে গেছে। তাই আপনারা প্রভাবটা সেভাবে টের পাচ্ছেন না। আর আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধংস করা হয়েছে। তবে সবচেয়ে বেশি ধ্বংস করা হয়েছে টিসিবিকে।’

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্যে দেখা যায়, গত অক্টোবর ও নভেম্বর মাসে অপরিশোধিত সয়াবিন ও পাম তেল আমদানি হয়েছে ৩ লাখ ৬৮ হাজার টন। গত বছরের একই সময়ে আমদানি হয়েছিল ৪ লাখ ৬০ হাজার টন। সে হিসাবে আমদানি কমেছে প্রায় ২০ শতাংশ। সয়াবিন তেল তৈরির কাঁচামাল সয়াবিনবীজ আমদানিও খুব বেশি বাড়েনি। এটি সোয়া দুই লাখ টন আমদানি হয়েছে, যা গত বছরের চেয়ে মাত্র ৯ হাজার টন বেশি। সয়াবিনবীজ মাড়াই করে ১৫–১৮ শতাংশ তেল পাওয়া যায়।

এম হাসান

×