ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

ভারত থেকে চাল আমদানি, দাম কি কমবে?

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২১:১৬, ১১ নভেম্বর ২০২৪

ভারত থেকে চাল আমদানি, দাম কি কমবে?

চাল

দেশের জারে চালের দাম সহনীয় রাখতে চাল আমদানিতে শুল্ক পুরোপুরি প্রত্যাহার করেছে সরকার। ফলে ১৯ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে হিলি স্থলবন্দরের মেসার্স সায়রাম ইন্টারন্যাশনাল এন্টারপ্রাইজ নামের এক আমদানিকারক প্রতিষ্ঠানের নামে ভারত থেকে তিনটি ট্রাকে প্রায় ১৩১ টন চাল বাংলাদেশে এসেছে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে এসব চাল বাংলাদেশে আমদানি হয়েছে বলে আমদানিকারকেরা জানান। এসব চালের মধ্যে আতপ চাল রয়েছে ৫০ টন ৮৫০ কেজি আর সেদ্ধ চাল রয়েছে ৮০ টন।

শুল্ক স্টেশন সূত্র জানায়, ভারত থেকে আমদানি করা এসব চালের প্রতি টনের এলসি (ঋণপত্র) মূল্য ছিল ৪৩০ ডলার। পরিবহন ও অন্যান্য খরচসহ প্রতি কেজি চাল আমদানিতে প্রায় ৫২ টাকা খরচ পড়েছে। এসব চাল পাইকারি বাজারে ৫৪ থেকে ৫৫ টাকা কেজি দরে বিক্রি করা হবে বলে আমদানিকারকের পক্ষ থেকে জানানো হয়েছে।

সরকার গত বছরের ৩০ মার্চ থেকে চাল আমদানি বন্ধ রেখেছিল। সে সময় আমদানি নিরুৎসাহিত করতে চালের ওপর ৬২ শতাংশ শুল্ক–কর আরোপ করা হয়। পরে চলতি বছরের ৩১ অক্টোবর সরকারের পক্ষ থেকে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপসহকারী সঙ্গনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, চলতি সপ্তাহে কৃষি মন্ত্রণালয় থেকে হিলি স্থলবন্দর দিয়ে ২৫ আমদানিকারক প্রায় ৩৫ হাজার টন চাল আমদানির আইপি (আমদানি অনুমতি) পেয়েছেন। ২০২৩ সালের ৩০ মার্চ সর্বশেষ এই বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হয়েছিল।

শহিদ

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে