ঢাকা, বাংলাদেশ   রোববার ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

মূলধন ঘাটতিতে ১২ ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২১:২১, ৭ সেপ্টেম্বর ২০২২

মূলধন ঘাটতিতে ১২ ব্যাংক

সরকারী-বেসরকারী ১২ ব্যাংক মূলধন ঘাটতিতে পড়েছে

ব্যাংক খাতে খেলাপী ঋণ বৃদ্ধির প্রভাব পড়েছে মূলধন সংরক্ষণেচলতি বছরের জুন পর্যন্ত হিসাবে দেশের সরকারী-বেসরকারী ১২ ব্যাংক মূলধন ঘাটতিতে পড়েছেব্যাংকগুলোর ঘাটতির পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকার কাছাকাছিআগের প্রান্তিকে ১০ ব্যাংকের প্রায় ২৭ হাজার কোটি টাকার মূলধন ঘাটতি ছিল

জানা গেছে, আন্তর্জাতিক নীতিমালার আলোকে ব্যাংকগুলোকে মূলধন সংরক্ষণ করতে হয়বাংলাদেশে বর্তমানে ব্যাসেল-৩ নীতিমালার আলোকে ব্যাংকের ঝুঁকিভিত্তিক সম্পদের ১০ শতাংশ অথবা ৪০০ কোটি টাকার মধ্যে যেটি বেশি- সে পরিমাণ মূলধন রাখতে হচ্ছেকোন ব্যাংক এ পরিমাণ অর্থ সংরক্ষণে ব্যর্থ হলে মূলধন ঘাটতি হিসেবে বিবেচনা করা হয়

নিয়ম অনুযায়ী, ব্যাংকের উদ্যোক্তাদের জোগান দেয়া অর্থ ও মুনাফার একটি অংশ মূলধন হিসেবে সংরক্ষণ করা হয়কোন ব্যাংক মূলধনে ঘাটতি রেখে তার শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে পারে না

সংশ্লিষ্টরা জানান, নানা অনিয়ম, দুর্নীতি ও যোগসাজশের মাধ্যমে বের করা ঋণ যথাসময়ে ফেরত আসছে নাফলে নির্দিষ্ট সময় পর এসব ঋণের বড় অংশই খেলাপী হয়ে পড়ছেএর বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণ করতে হচ্ছে ব্যাংকগুলোকেবাড়তি অর্থ জোগাতে হাত দিতে হচ্ছে মূলধনেফলে সৃষ্টি হচ্ছে সঙ্কট

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুনে মূলধন সঙ্কটে থাকা ব্যাংকগুলোর মধ্যে রাষ্ট্র্রায়ত্ত ৫টি, বেসরকারী ৫টি ও বিশেষায়িত খাতের দুটি ব্যাংক রয়েছেআগের প্রান্তিকে মূলধন সঙ্কটে থাকা ১০ ব্যাংকের মধ্যে ছিল রাষ্ট্রায়ত্ত ৫টি, বেসরকারী ৩টি ও বিশেষায়িত ২টিগত জুন শেষে ব্যাংক খাতে খেলাপী ঋণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ২৫ হাজার ২৫৮ কোটি টাকা

এপ্রিল থেকে জুন এই তিন মাসে নতুন করে খেলাপী ঋণ বেড়েছে প্রায় ১১ হাজার ৮১৭ কোটি টাকাশুধু পরিমাণের দিক থেকেই নয়, শতাংশ হিসাবেও এ সময়ে খেলাপী ঋণ বেড়েছেগত মার্চে খেলাপী ঋণের হার ছিল ৮ দশমিক ৫৩ শতাংশ, যা জুনে বেড়ে হয়েছে ৮ দশমিক ৯৬ শতাংশ

অন্যদিকে, জুন শেষে ঋণমান অনুযায়ী প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হয়েছে ৯ ব্যাংকএ তালিকায় ছিল রাষ্ট্রায়ত্ত চারটি ও বেসরকারী ৫টিএসব ব্যাংকের প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১৮ হাজার ৯৩২ কোটি টাকা

×