ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক আগ্রহের শীর্ষে কে অ্যান্ড কিউ

প্রকাশিত: ১৪:৫১, ১৯ আগস্ট ২০২২

সাপ্তাহিক আগ্রহের শীর্ষে কে অ্যান্ড কিউ

প্রতীকী ছবি

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫৭টির বা ৬৬.২৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে কে অ্যান্ড কিউয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কে অ্যান্ড কিউয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪৯.২০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩০২.৩০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫৩.১০ টাকা বা ২১.৩১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মালেক কে অ্যান্ড কিউ ডিএসইর সাপ্তাহিক টপ টেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সোনারগাঁও টেক্সটাইলের ১৯.৩৮ শতাংশ, মনোস্পুল পেপারের ১৫.৮৩ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ১৫.৪৭ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১৫.৩৮ শতাংশ, শমরিতা হসপিটালের ১১.৮১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১১.৭২ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১১.৬৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ১১.৫৯ শতাংশ এবং সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর ১১.৫৬ শতাংশ বেড়েছে।

×