ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

টানা ১২ দিন পুঁজিবাজারে সূচক বাড়ল

প্রকাশিত: ০৪:০১, ২৩ সেপ্টেম্বর ২০১৬

টানা ১২ দিন পুঁজিবাজারে সূচক বাড়ল

অর্থনৈতিক রিপোর্টার ॥ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উর্ধগতি দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই নিয়ে টানা ১২ দিনের মতো প্রধান মূল্য বেড়েছে ডিএসইতে। তবে এদিন ডিএসইতে লেনদেনের পরিমাণ কমে গেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। উভয় বাজারেই ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানিগুলোর প্রতি চাহিদা বেশি ছিল। শুধু তাই নয়, ডিএসইতে লেনদেনের শীর্ষ ২০ কোম্পানির তালিকায় তিনটিই আর্থিক খাতের প্রতিষ্ঠান। এই খাতের ২৩ কোম্পানির মধ্যে ১৭টিরই দর বেড়েছে। মাত্র দুইটি কোম্পানিরই দর কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৫৫৫ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৫৮ কোটি ৯০ লাখ টাকা বা ১০ শতাংশ কম। আগের দিন ডিএসইতে ৬১৪ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২৯, কমেছে ১৪৭ এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির শেয়ার দর। এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৬৫ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১২০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭১ পয়েন্টে। ডিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ইয়াকিং পলিমার, ইউনাইটেড পাওয়ার, লঙ্কা বাংলা ফাইন্যান্স, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি, শাহজিবাজার পাওয়ার, সিঙ্গার বিডি, স্কয়ার ফার্মা, ন্যাশনাল টিউবস, মবিল যমুনা বিডি ও আরএকে সিরামিক। দর বৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলোÑ রেনউইক যজ্ঞেশ্বর, এক্সিম ব্যাংক মিউচুয়াল ফান্ড, জিএসপি ফাইনান্স, বে-লিজিং, জিএসপি ফাইনান্স, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড, মুন্নু স্টাফলারস, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স ও ট্রাস্ট ব্যাংক মিউচুয়াল ফান্ড। দর হারানোর সেরা কোম্পানিগুলোÑ কেয়া কসমেটিকস, জুটস স্পিনার্স, প্রাইম ইন্স্যুরেন্স, স্টাইল ক্রাফট, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ন্যাশনাল টিউবস, নিটল ইন্স্যুরেন্স ও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩২৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২, কমেছে ১০০ এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলোÑ ব্র্যাক ব্যাংক, ইয়াকিং পলিমার, ইউনাইটেড পাওয়ার, একমি ল্যাবরেটরিজ, বাংলাদেশ সাবমেরিন কেবল, লঙ্কা বাংলা ফাইনান্স, কেয়া কসমেটিকস, বিএসআরএম লিমিটেড ও আরএকে সিরামিক।
×

শীর্ষ সংবাদ:

গাজীপুরে দুই ট্রেনের সংঘর্ষ, আহত অর্ধশত
জেনে নিন এসএসসির ফল প্রকাশের তারিখ
তীব্র তাপদাহের পর ঢাকায় স্বস্তির বৃষ্টি
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
১২ কেজি এলপিজির দাম কমলো ৪৯ টাকা
শনিবার মাধ্যমিক, রোববার খুলছে প্রাথমিক বিদ্যালয়
শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে লিগ্যাল নোটিশ
স্মার্ট ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন না ৫ লাখ আবেদনকারী, শঙ্কায় চালকরা
ঢাকায় পৌঁছেছে ভূমধ্যসাগরে নিহত ৮ বাংলাদেশির মরদেহ
সীমান্ত থেকে ১০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি
অর্থ আত্মসাৎ মামলায় ইউনূসহ ১৪ জনের জামিন
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করছে কলম্বিয়া
বিক্ষোভে উত্তাল বিশ্ববিদ্যালয়,অথচ বাইডেন চুপ!