ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো এপ্রিলে

প্রকাশিত: ২২:০৫, ৪ মে ২০২৫

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো এপ্রিলে

ছবি: সংগৃহীত

দেশে এপ্রিল মাসে রেমিট্যান্স প্রবাহ ছুঁয়েছে এক নতুন উচ্চতা। বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৭৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার—যা দেশের ইতিহাসে একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স অর্জনের রেকর্ড।

বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা। অর্থাৎ, প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ৯ কোটি ১৭ লাখ ডলার বা ১,১১৯ কোটি টাকারও বেশি রেমিট্যান্স।

গত বছরের (২০২৪) এপ্রিল মাসের তুলনায় এবারের রেমিট্যান্স ৭০ কোটি ডলার বেশি। ২০২৪ সালের এপ্রিল মাসে দেশে এসেছিল ২০৪ কোটি ৪০ লাখ ডলার। সে তুলনায় প্রবৃদ্ধির হার যথেষ্ট ইতিবাচক।

উল্লেখ্য, চলতি বছরের পবিত্র ঈদুল ফিতরের আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৩.২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। ঈদের পরেও রেমিট্যান্সের এ ধারা অব্যাহত রয়েছে, যা অর্থনীতির জন্য আশাব্যঞ্জক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই থেকে এপ্রিল) দেশে এসেছে মোট ২ হাজার ৪৫৪ কোটি ডলার রেমিট্যান্স। যেখানে ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৯৯২ কোটি ডলার। অর্থাৎ, এক বছরে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৫৪২ কোটি ডলার বা ২৮.৩০ শতাংশ।

এসএফ 

×