ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

দাম্পত্যকলহ মেটাতে গিয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করল বন্ধুরা

প্রকাশিত: ১৫:৫৭, ৬ নভেম্বর ২০২৪

দাম্পত্যকলহ মেটাতে গিয়ে বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করল বন্ধুরা

প্রতীকী ছবি।

বন্ধু দাম্পত্যকলহে অতিষ্ঠ। আর এই কলহে স্ত্রীও বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। দম্পতির মধ্যে সমস্যার সমাধান করার নামে বন্ধুর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে স্বামীর তিন সহকর্মীর বিরুদ্ধে। এই অভিযুক্ত তিন যুবককে তারাপীঠ থানার পুলিশ গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার রাতে ভারতের তারাপীঠ থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। 

ভুক্তভোগীর স্বামীর অভিযোগ, লক্ষ্মীপুজোর দিন স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়েছিল। সেই কারণে মায়ের সঙ্গে তারাপীঠ চলে গিয়েছিলেন তার স্ত্রী। তাদের মধ্যে মনোমালিন্যের সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওই তিন সহকর্মী। গত বুধবার তারা তারাপীঠেও যান। সেখানে ওই নারীকে একটি ফাঁকা বাড়িতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। ধর্ষণের ভিডিও করেছিলেন অভিযুক্তরা। পরে হুমকি দিয়েছিলেন, মুখ খুললে ওই ভিডিও ছড়িয়ে দেওয়া হবে।

নির্যাতিতার স্বামী প্রথমে মল্লারপুর থানায় মৌখিকভাবে ঘটনাটি জানান। কিন্তু ঘটনাস্থল তারাপীঠ হওয়ায় তাকে সেখানেই অভিযোগ জানাতে বলা হয়। সেই মতো গতকাল মঙ্গলবার রাতে তারাপীঠ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতেই অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এম হাসান

×