ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রাহায়ণ ১৪৩১

কবরস্থানে নির্মিত অদ্ভুত রেস্তোরাঁ!

প্রকাশিত: ১৯:৫১, ২০ মে ২০২৪

কবরস্থানে নির্মিত অদ্ভুত রেস্তোরাঁ!

আহমেদাবাদের লাকি রেস্তোরাঁ

পৃথিবীর নানা প্রান্তে নানান কিছু হচ্ছে। প্রকৃতির ভাজে ভাজে বিস্ময়কর কত কিছু। তবে অনেক ক্ষেত্রে মানুষও কৃত্রিমভাবে তৈরি করে থাকে অনেক কিছু। আহমেদাবাদের লাকি রেস্তোরাঁর কথাই বলা যেতে পারে।

রেস্তোরাঁটি কবরস্থানে তৈরি। লাল দরওয়াজা এলাকায় অবস্থিত অদ্ভূত এই রেস্তোরাঁয় প্রতিদিনই অনেক মানুষ খাওয়ার জন্য আসেন। মৃত মানুষদের সমাধির পাশেই রেস্তোরাঁয় আসা মানুষদের জন্য খাবার পরিবেশন করা হয়। সমাধিগুলো খুবই যত্নসহকারে রাখা হয়। এক ডজনের মতো সমাধি রয়েছে। কর্মীরা প্রতিদিন এসব সমাধি পরিষ্কার করে সাজিয়ে রাখেন।

রেস্তোরাঁটি ৫০ বছরেরও বেশি পুরনো এবং এতে কবর ও কফিনের চারপাশে বসে খাবার গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। এসব কবর ও কফিনগুলো লোহার গ্রিল দিয়ে সিল করা। এখানে খেতে আসা মানুষজন এসব সমাধিগুলো কখনো অস্বাভাবিক মনে করে না। অনেকের মতে এখানে খেতে আসা মানুষগুলো ‘জীবন এবং মৃত্যুর অনুভূতি’ বুঝতে পারে। 

সূত্র : সংবাদ প্রতিদিন ও টাইমস অব ইন্ডিয়া

 

এবি

×