ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

রূপপুরে আন্তর্জাতিক ‘স্মৃতি উদ্যান’ ইভেন্ট

​​​​​​​নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী

প্রকাশিত: ২২:০৫, ১৭ মে ২০২৪

রূপপুরে আন্তর্জাতিক  ‘স্মৃতি উদ্যান’  ইভেন্ট

দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মত্যাগী রুশ ও বাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে সম্প্রতি রূপপুরের গ্রিন সিটিতে ২৮টি গাছ রোপণ করা হয়

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকাগ্রিন সিটিতে রসাটম প্রকৌশল বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক পরিবেশ দেশপ্রেম ইভেন্টস্মৃতি উদ্যানঅনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ এবং হাঙ্গেরিতে একযোগে প্রথমবারের মতো এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রসাটম প্রকৌশল বিভাগ যেসব দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে, সেখানে নিয়মিতভাবে এমন আয়োজন করা হয়ে থাকে।

রসাটম প্রকৌশল বিভাগের এমপ্লয়ি স্বেচ্ছাসেবকরা গ্রিন সিটি এলাকায় ২৮টি ফার গাছের চারা রোপণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যেসব রুশ এবং বাঙালি আত্মত্যাগ করেন, তাদের স্মৃতির উদ্দেশে গাছের চারাগুলো রোপণ করা হয়।

এতমস্ত্রয়এক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট আলেক্সি দেইরী প্রসঙ্গে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মোৎসর্গকারী হিরোদের আমরা এই ইভেন্ট আয়োজনের মাধ্যমে শ্রদ্ধাভরে স্মরণ করি। রোপণকৃত বৃক্ষগুলো শুধুমাত্র আমাদের পূর্বপূরুষদের বীরোচিত কাজকেই স্মরণ করিয়ে দেবে না, একইসঙ্গে পরিবেশের উন্নয়নেও ভূমিকা রাখবে। পরিবেশ সুরক্ষার ব্যাপারে রসাটম সব সময়ই যতœশীল। সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে বাংলাদেশের একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।

×