ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

চোখের পরিচর্যা

প্রকাশিত: ২১:৩০, ২১ এপ্রিল ২০২৪

চোখের পরিচর্যা

.

চোখ খুব সংবেদনশীল একটি অঙ্গচোখের ওপরই নির্ভর করে মানুষের আসল সৌন্দর্যঅনিদ্রা আর দুশ্চিন্তায় অনেক সময় চোখের নিচে কালি পড়েতা দূর করার কিছু প্রাকৃতিক উপায় সম্পর্কে জানিয়েছেন- ওয়াসিম আকরাম

১) একটি আলু ঘষে রসটা নিয়ে পরিষ্কার তুলোয় লাগানঐ তুলো চোখের ওপর রাখুনখেয়াল রাখবেন চোখের পাতা এবং চোখের নিচ যেন ভালোভাবে ঢাকা থাকে১০ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন

২) দিনে দুবার করে টমেটো আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে ডার্ক সার্কেলের ওপর লাগানখুব তাড়াতাড়ি ফল পাবেন

৩) ৫টি আমন্ড বাদাম অল্প একটু দুধ দিয়ে বাটুনতারপর ক্ষতিগ্রস্ত ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রাখুনএক সপ্তাহ রোজ লাগালেই ফল দেখতে পাবেন

৪) আনারসের রস আর একটু হলুদ গুঁড়া দিয়ে পেস্ট বানান, ১০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন

৫) রাতে শোয়ার আগে চোখের চারপাশে ভিটামিন ই এবং সি সমৃদ্ধ ক্রিম লাগান

৬) পুদিনা পাতা বেটে লাগালেও খুব উপকার পাবেন, শুধু তাই নয় ক্লান্ত চোখের জন্যও এটা খুব উপকারী

৭) ডিমের সাদা অংশ নিয়ে চোখের চারপাশে লাগান, ১৫ মিনিট লাগিয়ে রাখুনএতে চোখের চারপাশের চামড়া টান টান হবে এবং ডার্ক সার্কেলও কমবে

৮) শশার রস ডার্ক সার্কেলের জন্য খুবই উপকারীশশার রস আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে লাগালে তাড়াতাড়ি কাজ হবে

৯) দিনে দুবার করে গোলাপ পানি লাগালে খুব উপকার পাবেন২০ মিনিট রাখুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন

১০) ঘুমোতে যাওয়ার আগে চোখের চারপাশে দুই ফোঁটা আমন্ড অয়েল লাগান এবং আস্তে আস্তে ম্যাসাজ করুনসারা রাত রেখে দিন, সকালে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন

×