ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

সংস্কৃতি সংবাদ

শিল্পকলায় শুরু হয়েছে গণজাগরণের মূকাভিনয় উৎসব

সংস্কৃতি প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৭, ৪ অক্টোবর ২০২৩

শিল্পকলায় শুরু হয়েছে গণজাগরণের মূকাভিনয় উৎসব

শিল্পকলায় গণজাগরণের মূকাভিনয় উৎসবে শিল্পীদের পরিবেশনা

‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’ স্লোগানে শিল্প-সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ শিরোনামের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। তারই অংশ হিসেবে একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মঙ্গলবার থেকে শুরু হয়েছে মূকাভিনয় উৎসব। তিন দিনব্যাপী এ উৎসবে সারাদেশের ২৮টি দলের দলীয় পরিবেশনার পাশাপাশি থাকছে শতাধিক শিল্পীর একক পরিবেশনা। উদ্বোধনী সন্ধ্যায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি সচিব খলিল আহমদ। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সচিব সালাহউদ্দিন আহাম্মদ।
উৎসবের প্রথম দিন ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্টের ‘ভয়েস অব ইন্সফারেশন’ শীর্ষক একক প্রযোজনা মঞ্চায়নে অংশ নেন শাহরিয়ার শাওন। মাইম হাসান পরিবেশন করেন ‘শিকারী’, মিরর মাইম থিয়েটারের প্রযোজনা ‘কূবের মাঝি’ পরিবেশন করেন মাহবুব আলম, মাইম আর্টের প্রযোজনায় ‘নারী নির্যাতনের সাজা’ শীর্ষক পরিবেশনায় ছিল নিথর মাহবুব, রঙ্গন মাইম একাডেমির প্রযোজনায় ড. ই¯্রাফিল আহমেদ রঙ্গন পরিবেশন করেন ‘কবির ভাবনায় দৃশ্যকল্প’, মাইম ফেইস প্রযোজনা ‘জীবন থেকে বলছি’ মঞ্চায়ন করেন মৌন লাকী, পরিবর্তন মাইম একাডেমির ‘আধুনিকা’ পরিবেশন করেন শফিকুল ইসলাম ডাবলু, বাংলাদেশ মাইম থিয়েটারের প্রযোজনা ‘সাদা পায়রা লাল পালক’ পরিবেশন করেন আল জাবির, মনন মাইম থিয়েটারের ‘রিটার্ন’ প্রযোজনা পরিবেশন করেন দেয়ান জুলহাস এবং মাইম আর্টের টুটুল পরিবেশন করেন ‘আমার স্বপ্ন’।
দলীয় প্রযোজনাগুলোর মধ্যে ছিল জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের রঙ্গন মাইম একাডেমির ‘বাংলার কৃষক’, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের ‘অস্বীকৃতি’, চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্টের ‘ফ্রড’, গাজীপুরের মুক্তমঞ্চ নির্বাক দলের বিশেষ পরিবেশনা, ময়মনসিংহের বাংলাদেশ মাইম থিয়েটারের ‘দি সিটি অফ ডেথ’, গাজীপুরের পরিবর্তন মাইম একাডেমির ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’, মাইম আর্ট ঢাকা’র ‘যেমন কর্ম তেমন ফল’, মীরর মাইম থিয়েটারের ‘ঢাকা ডেমোক্রেসি’।
উৎসবের দ্বিতীয় দিন আজ বুধবার সন্ধ্যায় একক পরিবেশনার মধ্যে রয়েছে দ্য মামারস প্রযোজনা মাইম শিল্পী শহিদুল বশর মুরাদের ‘ক্রিকেট’, সাইলেন থিয়েটারের মেজবাহ চৌধুরীর পরিবেশনায় ‘চেয়ার’, ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের পরিবেশনায় আবু সাদাত মো. সায়েমের ‘সেলফি মেনিয়া’, নওগাঁ মাইম থিয়েটারের শামীম শেখের পরিবেশনা ‘প্রতিবাদী কৃষক’, থাকছে ঢাকা মাইম থিয়েটারের আল মাসুম সবুজের পারফর্মেন্স, মাইম আর্টের টুটুলের ‘আমার স্বপ্ন’, মাইম ট্রুরুপের মাহবুব হাসান ইমন আসামিটা এলিজাবেথ ‘সার্কেল’, মিরাজ রেজার ‘অসভ্য সভ্যতা’, গাজীপুরের মুক্তমঞ্চ নির্বাক দলের প্রযোজনায় শহিদুল হাসান শামীমের পরিবেশনা, ন্যাশনাল ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড ড্রামার মো. তানবীর আহমেদ চৌধুরীর পরিবেশনা, ইনস্টিটিউট অব মাইমের জেরিন তাসনীম পরিবেশন করবেন ‘মেহনত’, গাজীপুরের বাংলাদেশ প্যান্টোমাইম থিয়েটারের প্রকৌশলী বদরুল আলমের পরিবেশনা, হাসান রেজাউল, চট্টগ্রামের মাইমো টেলসের মাহমুদ খান পরাগের বিশেষ পারফর্মেন্স।

এ ছাড়া এদিন দলীয় প্রযোজনাগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রামের সাইলেন্ট থিয়েটারের ‘টু ব্রাদার্স’ দ্য মামারস্, ঢাকার ‘টু ক্লোস টু ফর’, থিয়েটার সার্কেল, মুন্সীগঞ্জের ‘বি অনেস্ট’, ইনস্টিটিউট অব মাইম অ্যান্ড মুভমেন্ট, ঢাকার ‘কাম অন সায়েন্স’, মুক্তমঞ্চ নির্বাক দল (শামিম), গাজীপুর, কক্সবাজার মাইম সোসাইটির ‘গেরিলা’ এবং নাট্যতরীর ‘ভার্চুয়াল ভাইরাস।’
প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মূকাভিনয় পরিবেশনা। ‘গণজাগরণের মূকাভিনয় উৎসব’ শিরোনামের এই আয়োজনের সমাপ্তি ঘটবে ৫ অক্টোবর।

×