ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

চিনেন কী ব্রাজিলউড! 

প্রকাশিত: ২০:৪৭, ৩০ মে ২০২৩; আপডেট: ২০:৫৪, ৩০ মে ২০২৩

চিনেন কী ব্রাজিলউড! 

ব্রাজিলউড। ছবি: ফেসবুক থেকে নেয়া

ব্রাজিলের নাম শোনেনি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। পৃথিবীতে ব্রাজিলই একমাত্র দেশ যার সঙ্গে সবচেয়ে বেশি দেশের স্থল যোগাযোগ রয়েছে। দেশটিকে মানুষ বেশি চিনে ফুটবলের দেশই হিসেবে। আয়তনে ব্রাজিল পৃথিবীর পঞ্চম দেশ হিসেবে স্বীকৃত।

ব্রাজিলের জাতীয় গাছ পারনামবুকো উড বা ব্রাজিলউড নামে পরিচিত। গাছটির কাঠ খুবই ঘন ও মজবুত। ভেতরের রং কমলা-লাল মিশ্রিত। যা খুবই চকচকে ও গাঢ়। এটি ধনুক তৈরিতে ব্যবহৃত প্রধান কাঠ। এছাড়াও কাঠটি দিয়ে লাল রঞ্জক তৈরি করা হয়। অর্থের অঙ্কে যার মূল্য অনেক।

ব্রাজিলউড গাছ। ছবি: ইন্টারনেট থেকে

পারনামবুকো লেগুম ফ্যাবেসি পরিবারের একটি প্রজাতির সপুষ্পক উদ্ভিদ। যা ব্রাজিলের আটলান্টিক বনে দেখা যেতো। গাছে ফুল আসলে হরুদে ছেঁয়ে যায়। দেখতে অপূর্ব লাগে।

ষোল শতকের শুরুতে, ব্রাজিলউড ইউরোপে অত্যন্ত মূল্যবান হয়ে ওঠে। তখন সংগ্রহ করা বেশ কঠিন হতো। এর চাহিদাও ছিল বেশি।

ফুলে ছেয়ে গেছে ব্রাজিলউড গাছ। ছবি: ইন্টারনেট থেকে

আঠারো শতকে ব্রাজিলে কাঠ গাছের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পায়। ফলে অর্থনৈতিক কার্যকলাপের পতন ঘটে। বর্তমানে এ গাছের প্রজাতিটি নিঃশেষ পর্যায়ে রয়েছে। বর্তমানে ব্রাজিলউড বিপন্ন প্রজাতি হিসাবে তালিকাভুক্ত করেছে দেশটির সরকার।
 

 এসআর

×