
.
বর্ষীয়ান রাজনীতিবিদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দীন আহমদ (৭৫) রবিবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। তিনি স্ত্রী, ৪ কন্যা ও বহু রাজনৈতিক শুভাকাক্সক্ষী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। খবর অনলাইনের।
বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর পর হেলিকপ্টারে করে মরদেহ চট্টগ্রামে নেওয়ার পর বাদ জোহর জমিয়তুল ফালাহ মসজিদে দ্বিতীয় জানাজা ও বোয়ালখালীতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
মোসলেম উদ্দিন আহমদ ২০২০ সালের ১৩ জানুয়ারি জাসদের মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শূন্য হওয়া উপনির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।