ঢাকা, বাংলাদেশ   বুধবার ২২ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯

monarchmart
monarchmart

হাসপাতালে অসুস্থ মালিকের সেবা করে সুস্থ করে তুলল পোষ্য

প্রকাশিত: ১৩:০৯, ২ ফেব্রুয়ারি ২০২৩; আপডেট: ১৩:১৪, ২ ফেব্রুয়ারি ২০২৩

হাসপাতালে অসুস্থ মালিকের সেবা করে সুস্থ করে তুলল পোষ্য

হাসপাতালে মালিকের সঙ্গে পোষ্য

মালিক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে তার পোষ্য নিত্যসঙ্গী হয়ে তাকে সুস্থ করে তুলে বাড়ি নিয়ে গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা মন ছুঁয়েছে সবার।

ভিডিওটি পোস্ট করে দীর্ঘ একটি ক্যাপশন দেওয়া জুড়ে দেওয়া হয়েছে। হৃদ্‌রোগে আক্রান্ত ওই ব্যক্তির নাম ব্রায়েন বেনসন। অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। অবস্থা ছিল সঙ্কটজনক। কিন্তু মালিকের এই অবস্থায় তাকে এক মুহূর্তও চোখের আড়াল করতে চায়নি প্রিয় পোষ্যটি। হাসপাতালে তার নিত্যসঙ্গী ছিল পোষ্য ম্যাগনাস।

 

বাড়ি ফিরে হাসপাতালে কাটানো দিনগুলির কথা মনে ব্রায়েন লেখেন, ‘ম্যাগনাস আমার কাছে সারাক্ষণ থাকায়, আমি তো লাভবান ছিলামই। তার পাশাপাশি আমার মেয়েরাও অনেক নিশ্চিন্ত ছিল। ও নিজেও জানে না যে আমার জন্য কী কী করেছে। আমি ওর কাছে চিরকৃতজ্ঞ।’

পোষ্যকে উদ্দেশ্য করে ব্রায়েন লেখেন, ‘ভাগ্যিস আমার সঙ্গে ২৪ ঘণ্টা থাকার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ ম্যাগনাসকে অনুমতি দিয়েছিল। ওই সঙ্কটজনক পরিস্থিতিতেও আমার মনকে ও শান্ত রেখেছিল। ও জানত কখন আমায় ভালোবাসতে হবে, আর কখন আমার প্রয়োজনে আমার থেকে দূরত্ব রেখে চলতে হবে। ও নিজেও জানে না আমি ওকে কতটা ভালোবাসি।’

এমএইচ

monarchmart
monarchmart

শীর্ষ সংবাদ:

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৯
রমজান কবে- তা জানতে চাঁদ দেখা কমিটির সভা সন্ধ্যায়
নির্ভীক ও আধুনিক সাংবাদিকতার পথিকৃৎ:মোহাম্মদ আতিকউল্লাহ খানের আজ দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
মিয়ানমার জান্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
৭ জেলা ও ১৫৯ উপজেলাকে ভূমি-গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী
গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী
আজ দেশের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টি হতে পারে
স্থায়ী ঠিকানা পেলেন আরও ৪০ হাজার ভূমিহীন-গৃহহীন মানুষ
রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় জাতিসংঘ দূতকে আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর
চীনের দেয়া প্রস্তাব ইউক্রেনে যুদ্ধ বন্ধের ভিত্তি হতে পারে: পুতিন