ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

৯/১১ হামলার তথ্য জানার পরও পদক্ষেপ নেননি বুশ

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ০০:১৬, ৩ ডিসেম্বর ২০২২

৯/১১ হামলার তথ্য জানার পরও পদক্ষেপ নেননি বুশ

.

২০০১ সালের ১১ সেপ্টেম্বর ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিকল্পনা সম্পর্কে আগেই তথ্য পেয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। হামলা পরিকল্পনার কথা আগাম জানার পরও তা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেননি তিনি। বৃহস্পতিবার সিএনএন-এর একটি অনুসন্ধানী প্রতিবেদনে এ কথা বলা হয়। প্রকাশিত প্রতিবেদনে ২০০৪ সালের এপ্রিল মাসের কিছু সরকারি নথির উল্লেখ রয়েছে। সেই নথিতে দাবি করা হয়েছে, আল কায়েদা জঙ্গিগোষ্ঠীর বড় ধরনের নাশকতার ছক সম্পর্কে অন্তত এক মাস আগে গোয়েন্দা সূত্রে খবর এসেছিল হোয়াইট হাউসের তৎকালীন বাসিন্দা বুশের কাছে। কিন্তু পুরো বিষয়টি জানার পরও আশ্চর্যজনকভাবে নিরুদ্বেগ ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। প্রসঙ্গত, ২০০৪ সালেও আমেরিকার একটি সংবাদমাধ্যম দাবি করেছিল, ৯/১১ সন্ত্রাসের আগাম খবর বুশের কাছে ছিল।

ওই খবরে দাবি করা হয়, ২০০১ সালের ৬ আগস্ট মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ওসামা বিন লাদেনের নাশকতার পরিকল্পনার বিষয়ে ব্রিফ করেছিল বুশকে। কিন্তু বিষয়টি জানার পরেও কোনো পদক্ষেপ নেননি বুশ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর এক সঙ্গে যুক্তরাষ্ট্রের ওপর চার দফা সমন্বিত আত্মঘাতী হামলা চালায় আল-কায়েদা জঙ্গীরা। এতে প্রায় তিন হাজার মানুষ নিহত ও অপর ছয় হাজার আহত হয়। ১০ বিলিয়ন ডলারের সম্পদ নষ্ট হয়। আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন এই হামলার নেপথ্যে ছিল বলে ওয়াশিংটন দাবি করে আসছে। তবে লাদেন বারবার বলেন, আমি এই কাজ করিনি। মনে হয় কেউ তার ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার লক্ষ্যে এই হামলা চালিয়েছে।

 

 

×