ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সরকারী সফরে লেবানন গেলেন নৌবাহিনী প্রধান

প্রকাশিত: ২২:৫৬, ২ অক্টোবর ২০২২

সরকারী সফরে লেবানন গেলেন নৌবাহিনী প্রধান

.

সরকারী সফরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল রবিবার লেবাননের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং কমান্ডার ঢাকা নৌ অঞ্চল আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানকে বিদায় জানান। সফরকালীন সময়ে নৌবাহিনী প্রধান লেবাননের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মরিস সিøম (অব), সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল জোসেফ খালিল আউন, নৌবাহিনী প্রধান ক্যাপ্টেন হাইথাম ড্যানাউই এবং লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। পরে তিনি ইউনিফিল সদর দফতরে মেরিটাইম টাস্কফোর্সের কমান্ডার রিয়ার এডমিরাল আন্দ্রেয়াস মুগে, মিশন প্রধান ও ফোর্স কমান্ডার মেজর জেনারেল আরল্ডো লাজারো সেঞ্জের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এছাড়া নৌবাহিনী প্রধান জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’-এর বিভিন্ন অপারেশনাল কর্মকান্ড পরিদর্শনের পাশাপাশি জাহাজে কর্মরত নৌ সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন।  -আইএসপিআর

 

×