ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-ময়মনসিংহ সড়কে ডাকাতের ধাওয়া

প্রকাশিত: ১৪:৪১, ২৫ মে ২০২২

ঢাকা-ময়মনসিংহ সড়কে ডাকাতের ধাওয়া

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ রাতে প্রাইভেট কারে চড়ে ঢাকা থেকে নেত্রকোনার দুর্গাপুরে ফেরার পথে সংঘবদ্ধ ডাকাতদলের আক্রমণের শিকার হয়েছেন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক কবি ও গীতিকার সুজন হাজং এবং তার তিন সঙ্গী। মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এ ঘটনা ঘটে। এ সময় চালক মনির আহত হন। কবি ও গীতিকার সুজন হাজং জানান, রাত ১২টার দিকে তারা ঢাকা থেকে একটি প্রাইভেট কারে নেত্রকোনার বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির উদ্দেশ্যে রওনা হন। এ সময় তার সঙ্গে চলচিত্র নির্মাতা সোহেল রানা বয়াতী ও অভিনেতা বাপ্পীরাজ গাড়িতে ছিলেন। আড়াইটার দিকে গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যানের পাশে আসতেই সংঘবদ্ধ ডাকাতদলের একজন তাদের গাড়ির সামনে লোহার রড ছুঁড়ে মারে। এতে গাড়ির নিচে বিকট শব্দ হলে চালক মনির গাড়ি থামান। সঙ্গে সঙ্গে ৬ জনের ডাকাতদল রামদা ও চাপাতিসহ বিভিন্ন অস্ত্র নিয়ে তাদের ওপর আক্রমণের চেষ্টা করে। তখন তারা ডাকাতদের ধাওয়ার মুখে উল্টোপথে দৌড়াতে থাকেন। এক পর্যায়ে ডাকাতদের একটি গ্রুপ প্রাইভেট কারের চালক মনিরকে ধরে ফেলে। তারা মনিরকে মারধর ও জিম্মি করে তার মানিব্যাগ এবং গাড়িতে থাকা ব্যাগ ও সোহেল রানা বয়াতীর কাগজপত্র নিয়ে যায়। সুজন হাজংসহ অন্যরা প্রায় এক কিলোমিটার দৌড়ে গাজীপুরের মেট্রোপলিটন সদর থানার টহল পুলিশের কাছে গিয়ে আত্মরক্ষা করেন। বিষয়টি জানার পর এসআই মনির হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ডাকাতদের ধাওয়া করলে তারা জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা সুজন ও তার সঙ্গীদের পুলিশের গাড়িতে তুলে তাদের প্রাইভেটকার পর্যন্ত এগিয়ে দেন। সুজন বলেন, প্রায় এক কিলোমিটার দৌড়ে আর পারছিলাম না। রাস্তায় ট্রাক-বাস চলছিল। ‘হেল্প হেল্প’ বলে চিৎকার করলেও কেউ থামেনি। গাজীপুরের মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, ‘আমাদের ধাওয়া খেয়ে ডাকাতরা জঙ্গলের দিকে পালিয়ে গেছে। তবে আমরা চালক ও তিন যাত্রীকে আমাদের গাড়িতে তুলে তাদের গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। এখানে এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে। বিষয়টি থানার ওসিসহ পুলিশের উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আমরা তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্য ডাকাতদলের অনুসন্ধান শুরু করেছি। সুজং হাজংয়ের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। অভিযোগ না দিলেও আমরা গুরুত্বসহকারে ব্যবস্থা নিচ্ছি।’
×