ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভোলায় কোস্টগার্ডের সতর্কীকরণ অভিযান

প্রকাশিত: ০০:০৬, ২৫ মে ২০২২

ভোলায় কোস্টগার্ডের সতর্কীকরণ অভিযান

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ সাগরে মাছের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ৬৫ দিনের জন্য সব ধরনের মাছ শিকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ড দক্ষিণ জোন সতর্কীকরণ অভিযান চালিয়েছে। নিষেধাজ্ঞার পঞ্চম দিন আজ মঙ্গলবার সকাল থেকে ভোলার ইলিশা থেকে শুরু করে জেলার বিভিন্ন পয়েন্টে সাগরগামী জেলেদের জন্য মৎস্যঘাটে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার চালানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন সাহেদ সাত্তার, কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেঃ সুয়াইব বিকাশ, মিডিয়া কর্মকর্তা ও স্টাফ অফিসার গোয়েন্দা লেঃ কেএম শাফিউল কিঞ্জল প্রমুখ। কোস্টগার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন সাহেদ সাত্তার জানান, ৬৫ দিনের জন্য সাগরে মাছধরা নিষিদ্ধ করা হয়েছে।
×