ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শ্রমিক নেতা হত্যা

পিবিআই পরিদর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

প্রকাশিত: ০০:১৬, ২৩ মে ২০২২

পিবিআই পরিদর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ রাজশাহীর পুঠিয়ার শ্রমিক নেতা নুরুল ইসলাম হত্যার ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে অভিযোগপত্র দেয়ায় মামলার তদন্ত কর্মকর্তা (আইওর) পিবিআইয়ের পরিদর্শক শামীম আক্তারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেয়া চার্জশীট বাতিলের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া নুরুল ইসলামের কন্যা ও মামলার বাদী নিগার সুলতানার দায়ের করা এজাহারের (এফআইআর) ভিত্তিতে অভিযোগ গঠন করতে বিচারিক আদালতকে নির্দেশ দেন হাইকোর্ট। রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোঃ সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী এ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। আর তদন্ত কর্মকর্তার (আইওর) পক্ষে ছিলেন আইনজীবী মোঃ আসাদুজ্জামান। এদিন শুনানিতে আদালত অসন্তোষ প্রকাশ করে তদন্ত কর্মকর্তার উদ্দেশে বলেন, ‘আপনারা (তদন্ত কর্মকর্তা) যা ইচ্ছা তাই করবেন, সেটা মেনে নেয়া যায় না।’ এর আগে তদন্তের দায়িত্বে থাকা পিবিআই পরিদর্শক শামীম আক্তারকে তলব করেছিলেন হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী ব্যাখ্যা দিতে আদালতে উপস্থিত হন তিনি।
×