ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পটিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে গাড়ি তল্লাশি, গ্রেফতার ২

প্রকাশিত: ১৪:২২, ২০ মে ২০২২

পটিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে গাড়ি তল্লাশি, গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের পটিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে গাড়ি তল্লাশি ও চালককে মারধর করার ঘটনা ঘটেছে। এতে গ্রেফতার করা হয়েছে দুই ভুয়া ডিবি পুলিশ। তারা হলেন-মাছুম সিকদার (৪০) ও সাইফুল ইসলাম (৩০)। শুক্রবার ভোর রাত ৪টায় পটিয়া বাইপাসের পাইকপাড়া পয়েন্ট থেকে পুলিশ তাদের গ্রেফতার করেন। এর আগে কার্ভাট ভ্যান চালক মনির হোসেন (৩৭) ও গাড়িতে থাকা যাত্রী জয়নাল আবেদীন মুন্নাকে (৪০) গাড়িতে ইয়াবা থাকার কথা বলে বেদম মারধর করে। পরে থানা পুলিশ গাড়িসহ তাদের দুইজনকে উদ্ধার করে। জানা গেছে, কক্সবাজার থেকে বিভিন্ন পণ্যের ওয়েস্টিস প্যাকেট কার্ভাড ভ্যানে করে প্রায় সময় জেলার বোয়ালখালী উপজেলার হক্কানী পেপার মিলে সরবরাহ করা হয়। ওয়েস্টিস প্যাকেট পেপার মিলে নিয়ে যাওয়ার সময় পটিয়া বাইপাস এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে গাড়ি (ঢাকা মেট্রো ট-১১-৯১৮৪) সিগ্নেল দেয়। গাড়িতে ইয়াবা থাকার কথা বলে ৮-৯জন যুবক ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি তল্লাশি ও চালকসহ দুইজনকে মারধর করে। পরে ভুয়া ডিবি পুলিশরাই থানা পুুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এসময় পুলিশের হাতে গ্রেফতার হয়েছে দুই ভুয়া ডিবি পুলিশ। পটিয়া থানার উপ-পরিদর্শক বিল্লাল হোসেন জানিয়েছেন, ডিবি পুলিশ পরিচয়ে কিছু যুবক গাড়িতে ইয়াবা থাকার কথা বলে একটি কার্ভাট ভ্যান তল্লাশি চালায় এবং চালকসহ দুইজনকে মারধর করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গেলে ভুয়া ডিবি পুলিশের দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
×