ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কবর থেকে লাশ উত্তোলন

প্রকাশিত: ০০:০৭, ২০ মে ২০২২

কবর থেকে লাশ উত্তোলন

নিজস্ব সংবাদদাতা, নাটোর ॥ সিংড়ায় ২৫ দিন পর কবর থেকে জসমত আলী (৬৫) নামের এক অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারীর মরদেহ উত্তোলন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মোঃ জামিল আকতার এবং ওসি নূর-এ-আলম সিদ্দিকীর উপস্থিতিতে সিংড়া পৌর শহরের চকসিংড়া কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। নিহত জসমত আলী সিংড়া পৌর শহরের মৃত ময়েন উদ্দিনের ছেলে ও বাংলাদেশ পরিসংখ্যান অধিদফতরের অবসরপ্রাপ্ত অফিস সহায়ক ছিলেন। লিচু বাগান দখল স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ ছোট ভাইয়ের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বড় ভাই ও মা, বোনরা। বৃহস্পতিবার বেলা ১১টায় ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে মানিকনগরের মনিরুজ্জামান হারিছ নামে এক ব্যক্তির মা, তিনবোন ও দুলাভাইকে নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। লিখিত বক্তব্যে হারিছ বলেন, তার ছোট ভাই হাজিজুল ইসলাম বাদল লিচু বাগান দখল করে নিয়েছে। পরে গাছ থেকে লিচু পাড়তে বাধা দিতে গেলে তাকে এবং তার বোন ও বোনের স্বামীকে পিটিয়ে আহত করে। সেইসঙ্গে বাড়িঘরে হামলা করে ভাংচুর চালায়।
×