ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চবিতে জামাল নজরুল ইসলাম জাতীয় তরুণ গবেষক সম্মেলন কাল

প্রকাশিত: ০০:০৬, ২০ মে ২০২২

চবিতে জামাল নজরুল ইসলাম জাতীয় তরুণ গবেষক সম্মেলন কাল

চবি সংবাদদাতা ॥ বরেণ্য বিজ্ঞানী, গবেষক ও গণিতবিদ অধ্যাপক ড. জামাল নজরুল ইসলামের স্মরণে দেশে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘জামাল নজরুল ইসলাম জাতীয় তরুণ গবেষক সম্মেলন ২০২২’। শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ ৭৫টি প্রতিষ্ঠানের ৫২৪ জন গবেষক অংশগ্রহণ করবেন। বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌতবিজ্ঞান গবেষণাকেন্দ্র আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মেলনের এর আহ্বায়ক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী। এতে বলা হয়, ‘কল্পনা ও উদ্ভাবনের পথে আগামী প্রজন্ম’ এই প্রতিপাদ্য সামনে রেখে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। পদার্থবিজ্ঞান ও প্রকৌশল, জীববিজ্ঞান, পরিবেশবিজ্ঞান কৃষি ও উদ্ভিদ, স্বাস্থ্য ও চিকিৎসাবিদ্যা, সমাজবিজ্ঞান ও মানববিদ্যা, বাণিজ্য- এই ছয় শাখায় কাজ করেন এমন গবেষকগণ এতে অংশ নেবেন। এ সময় উপস্থিত ছিলেন সম্মেলনের সদস্য সচিব অধ্যাপক ড. অলক পাল, সিইউআরএইচএসের সভাপতি তাকবির হোসাইন, সাধারণ সম্পাদক মাহমুদ শরীফ। সংগঠনটির মডারেটর এবং অনুষ্ঠান পরিচালক ড. আদনান মান্নান, সহযোগী মডারেটর ড. কাজী তানভীর আহমেদ এবং আইকিউএসির সহকারী পরিচালক ড. সুমন গাঙ্গুলি প্রমুখ।
×