ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভারত থেকে দলে দলে রোহিঙ্গা আসায় উদ্বিগ্ন ঢাকা

প্রকাশিত: ০০:৪৫, ১৮ মে ২০২২

ভারত থেকে দলে দলে রোহিঙ্গা আসায় উদ্বিগ্ন ঢাকা

স্টাফ রিপোর্টার ॥ ভারত থেকে দলে দলে রোহিঙ্গারা বাংলাদেশের চলে আসায় ঢাকা উদ্বিগ্ন। বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার বিকেলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্যবশত অনেক রোহিঙ্গা বাংলাদেশে চলে আসছে। এ রোহিঙ্গারা ৯ বছর আগে ওখানে (ভারতে) গিয়েছিল, বিভিন্ন প্রদেশে ছিল। এখন তারা শুনেছে, বাংলাদেশে এলে তারা ভাল খাওয়া-দাওয়া পাবে। জাতিসংঘ ওদের খুব ভাল খাবার দেয়। আমাদের দেশে কক্সবাজার যারা আছে, তারা খুব সুখে আছে।’ রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের আত্মীয়-স্বজনরা তাদের এখানে আসার খবর দিয়েছে। তার ফলে তারা এখন দলে দলে আমাদের দেশে আসছে। আমরা ভারতকে বলব যে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। দেশটি থেকে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা বাড়ানো হবে বলেও জানান তিনি। ৩০ মে নয়াদিল্লীতে জেসিসি বৈঠকে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ॥ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বাংলাদেশ-ভারত জয়েন্ট কনসালটেটিভ কমিশনের (জেসিসি) সপ্তম বৈঠক ৩০ মে নয়াদিল্লীতে অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বলেছেন, ‘আমি জেসিসি বৈঠকে যোগ দিতে ৩০ মে নয়াদিল্লী যাচ্ছি। এজেন্ডাগুলো এখনও চূড়ান্ত হয়নি। তবে আমরা এটি নিয়ে কাজ করছি।’ তিনি বলেন, দিল্লীতে জেসিসি বৈঠককালে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ড. জয়শঙ্করের সঙ্গে পানি বণ্টনসহ সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করা হবে। খবর বাসসর। ড. মোমেন আরও বলেন, তারা (ভারত) আমাদের খুব ভাল বন্ধু হয়ে উঠেছে। আমরা সকল সমস্যা উত্থাপন করতে পারি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তবে ঢাকা জেসিসির আগে যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠক করার চেষ্টা করবে।
×