জনকণ্ঠ ডেস্ক ॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) তাদের সময়ে প্রতিষ্ঠিত হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, র্যাব প্রতিষ্ঠিত হয়েছিল বিএনপির সময়ে। বিগত দিনগুলোতে কী হয়েছিল তা ঘাটতে চাই না। ঘাটতে গেলে অনেক কিছু বেরিয়ে আসে। বর্তমান সরকারের সময়ে র্যাব যে সমস্ত কর্মকা- করেছে সেগুলো মানুষের মুখে মুখে রয়েছে। র্যাবের সফলতার জন্য আমরা অনেক কিছু কন্ট্রোল করতে পেরেছি। খবর অনলাইনের
বৃহস্পতিবার রাতে রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত পুলিশ সপ্তাহ-২০২২ এর পঞ্চম ও শেষ দিনে স্বরাষ্ট্রমন্ত্রীর অধিবেশন সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।