নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া গ্রামে বৃহস্পতিবার ব্রিজের নিচে তিস্তা শাখা নদীর পানিতে ডুবে জোবায়ারা আকতার জিম (১৬ মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
জিম উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারি গ্রামের জাকারিয়া রহমানের মেয়ে।
জানা গেছে, নদীর পাড়ে শিশুকে রেখে কাপড় কাঁচার জন্য মা নদীতে গেলে জিম হামাগুড়ি দিয়ে মার অজান্তে নদীর পানিতে পড়ে যায়। নদীর পাড়ে গোসল করতে আসা স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।