ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

প্রাণিসম্পদ দফতরের টেকনিশিয়ানকে ডেকে নিয়ে মারধর করলেন চেয়ারম্যান

প্রকাশিত: ২২:২৬, ২৫ জানুয়ারি ২০২২

প্রাণিসম্পদ দফতরের টেকনিশিয়ানকে ডেকে নিয়ে মারধর করলেন চেয়ারম্যান

সংবাদদাতা, মোরেলগঞ্জ, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে আওয়ামী লীগ দলীয় এক ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে প্রাণিসম্পদ অধিদফতরের টেকনিশিয়ানকে মারপিট করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তার মা, মিনতী রানী। খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমানের বিরুদ্ধে সোমবার বেলা ৩টায় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মিনতী রানী লিখিত বক্তব্য পাঠ করেন। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসাহাক আলী হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম হাওলাদার, হরিপদ মিত্র, কৃষ্ণকান্ত মিত্র, সামসুল আলম হাওলাদার, ওবায়দুল হক দুলালসহ ও ভুক্তভোগী পরিবারের অপর সদস্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে সাবেক শিক্ষক ও ইউপি সদস্য মিনতী রানী বলেন, সোমবার বেলা ১১টার দিকে তার ছেলে প্রাণিসম্পদ দফতরের কৃত্রিম প্রজনন টেকনিশিয়ান বনষ্পতি মিত্রকে ইউনিয়ন চেয়ারম্যান তার বাড়িতে ডেকে নিয়ে মারপিট করে এবং আমার নাম তুলে অশোভন ভাষায় গালি দেন। গেল ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ তুলে চেয়ারম্যান এ ঘটনা ঘটান বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে মিনতী রানী তার পরিবারের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের হতক্ষেপ কামনা করেন। এ বিষয়ে চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, নির্বাচনী জের নয়, বনষ্পতি মিত্রর বিরুদ্ধে একটি গাভীর ভুল চিকিৎসা করে মেরে ফেলার অভিযোগ রয়েছে। তাই তাকে ডেকে গাভীটি কিনে দেয়ার পরামর্শ দেয়া হয়েছে। তাকে মারপিট বা গালমন্দ করা হয়নি।
×