ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পশু পালন প্রশিক্ষণ উদ্বোধন

প্রকাশিত: ২৩:৪৪, ২৪ জানুয়ারি ২০২২

পশু পালন প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ জেলা পরিষদের উদ্যোগে বেকারদের কৃষি, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে জেলা পরিষদ মিলনায়তনে দুদিনব্যাপী কৃষি, গবাদি পশু ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণে উপজেলার ৪০ বেকার মহিলা ও পুরুষ অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম পৌরমেয়র কাজিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল হাই সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, সদস্য সংরক্ষিত-৩, কুড়িগ্রাম জেলা পরিষদ ও সহকারী অধ্যাপক মাহবুবা বেগম।
×