নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলে একটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে জেলা দায়রা জজ আদালত। রবিবার সকালে এ রায় ঘোষণা করেন নড়াইল জেলা দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মোঃ মশিয়ার রহমান। রায়ে একজনকে ফাঁসির আদেশ ও অপরজনের যাবজ্জীবন কারাদন্ড এবং উভয়কে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- যশোর জেলার অভয়নগর থানার কামকুল গ্রামের সোনা মোল্যার ছেলে বাছের আলীকে (৫৩) মৃত্যুদন্ড ও তার ছোট ভাই কামাল মোল্যাকে (৪৫) যাবজ্জীবন (আমৃত্যু) কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মামলার দীর্ঘ শুনানি শেষে রবিবার এ রায় দেন বিচারক। এছাড়া জব্দকৃত আলামত রাষ্ট্রের অনুকূলে বাজেয়াফত করার নির্দেশ দেয়া হয়।