ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হল খোলা রেখে অনলাইনে ক্লাস এবং চলমান ও ঘোষিত পরীক্ষাসমূহ সশরীরে অনুষ্ঠিত হবে।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনের আলোকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ অনলাইনে চলবে। স্বাস্থ্যবিধি মেনে চলমান ও ঘোষিত পরীক্ষা, আবাসিক হল এবং অফিসসমূহ চালু থাকবে। একইসাথে স্বাস্থ্যবিধি মেনে ভর্তির কার্যক্রম চলমান থাকবে।