নিজস্ব সংবাদদাতা, সাভার ॥ দৈনিক জনকণ্ঠে গত ১৬ জানুয়ারি ‘সাভারে ভেজাল গুড় তৈরির কারখানা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর একটি ভেজাল গুড় তৈরির কারখানাতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে নামা বাজার এলাকায় এ অভিযান চালান সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান।
তিনি জানান, রাতে রুপা এন্টারপ্রাইজ নামে একটি ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অস্বাস্থ্যকর পরিবেশে গোখাদ্য চিটাগুড়, ময়দা, ও ডালডা দিয়ে গুড় তৈরি করার কারণে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে।