ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিমান বন্ধ করে করোনা রোখা যাবে না ॥ ডব্লিউএইচও

প্রকাশিত: ০১:০৭, ২১ জানুয়ারি ২০২২

বিমান বন্ধ করে করোনা রোখা যাবে না ॥ ডব্লিউএইচও

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা সংক্রমণ ফের বাড়ার ফলে নাজুক পরিস্থিতি এড়াতে বিশ্বের বহু দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। আবার অতিসংক্রামক ওমিক্রন ধরন শনাক্তের পর গত নবেম্বর থেকে আফ্রিকার একাধিক দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে অনেক দেশ। তবে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এভাবে করোনা সংক্রমণ আটকানো সম্ভব নয়। বিশ্বজুড়ে করোনা সংক্রমণ, ৩৩ কোটি ৯৮ লাখ ৯৯ হাজার ৩১৪ জন। মৃত্যু ৫৫ লাখ ৮৫ হাজার ৮৪৩ জন। সুস্থ হয়েছে, ২৭ কোটি ৩৩ লাখ ৪৯ হাজার ১১৩ জন। খবর বিবিসি ও ওয়ার্ল্ডোমিটার্সের। বুধবার জাতিসংঘে করোনা নিয়ে বৈঠকে বসেছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তারা। দীর্ঘ বৈঠকের পর তারা একটি বিবৃতি দেন। তাতে বলা হয়, ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে করোনাকে আটকানো সম্ভব নয়। এর ফলে কেবল অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হতে হয়। প্রকৃতপক্ষে ভ্রমণে নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক পর্যটন ও সেবা খাত ধুঁকছে। বহু বিমান সংস্থা কর্মী ছাঁটাই করেছে। কোন কোন বিমান সংস্থা বন্ধ হওয়ার মুখে। শুধু তাই নয়, বিমান চলাচল বন্ধ থাকার জন্য বহু দেশ আর্থিক ক্ষতির মুখোমুখিও হচ্ছে। এই অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভারতে ২৪ ঘণ্টায় ৩ লাখ শনাক্ত ॥ ভারতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ১৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। দেশটিতে করোনার তৃতীয় ঢেউয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮২ লাখে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য জানায়। ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছে ৪৯১ জন। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৮৭ হাজার ৬৯৩ জনে।
×