সংবাদদাতা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ ॥ রায়গঞ্জ উপজেলায় প্রতিবন্ধীসহ ১২টি পরিবারের ওপর মিথ্যা মামলা,হামলা, বাড়িঘর লুটপাট, হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বেতুয়া গ্রামের নির্যাতিত পরিবারের লোকজন। বুধবার বেলা ১১টায় রায়গঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নির্যাতিত রেজাউল করিম বলেন, বেতুয়া গ্রামে মরহুম নিজাম উদ্দীন হত্যা মামলার মিথ্যা আসামি সাজিয়ে আমাদের পরিবারের প্রায় ৫০ নর-নারীকে হয়রানি, বাড়িঘরে লুটপাট,ভাংচুর এবং মেরে ফেলার হুমকি দিয়ে আসছে প্রতিপক্ষের লোকজন। অথচ ময়নাতদন্ত প্রতিবেদনে দুবার আত্মহত্যা রিপোর্ট এসেছে। মরহুম নিজাম উদ্দীন আত্মহত্যা করেছে বলে দ্বিতীয়বার ময়নাতদন্তের রিপোর্ট এলেও প্রতিপক্ষের প্রভাবশালীরা আমাদের ওপর অমানুষিক নির্যাতন করে আসছে। হত্যা মামলার বিষয়টি আদালতে বিচারাধীন থাকলেও তারা প্রভাবশালী বিধায় আমাদের ওপর অব্যাহতভাবে হামলা, হুমকি, ধমকি, রাস্তা চলাচলে বাধা প্রদান অব্যাহত রেখেছে।
বাড়ির পুরুষরা কাজে বের হলে পরিবারের মহিলাদের নিয়মিত মারধর, মেরে ফেলার হুমকিধমকিও দিয়ে আসছে বলে সংবাদ সম্মেলনে জানান রেজাউল করিম। সম্মেলনে রায়গঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সাইদুল ইসলাম চান, সদস্য জুয়েল আকন্দ, সাবেক কাউন্সিলর নুরন্নবী সরকার, নির্যাতিত পরিবারের নারী-পুরুষ প্রতিবন্ধীরা উপস্থিত ছিলেন।