ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঠাকুরগাঁওয়ে উদ্বোধন হলো জেলা পরিষদ শিশু পার্কের

প্রকাশিত: ২০:১০, ১৮ জানুয়ারি ২০২২

ঠাকুরগাঁওয়ে উদ্বোধন হলো জেলা পরিষদ শিশু পার্কের

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ ''বিনোদন জগতের নতুন সংযোজন'' এই শ্লোাগানকে সামনে রেখে দীর্ঘদিন অপেক্ষার পর ঠাকুরগাঁওয়ে উদ্বোধন করা হয়েছে জেলা পরিষদ শিশু পার্ক। মঙ্গলবার দুপুরে টাঙ্গন নদীর তীরে শিশুদের এই পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী। উদ্বোধনী অনুষ্ঠানে এমএসটি এন্টারপ্রাইজের সত্বাধিকারী যমুনা রাণী সেনের সভাপতিত্বে বক্তব্য দেন, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মামুন ভুইয়া, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা পরিষদের সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরসহ আরো অনেক। প্রসঙ্গত, ঠাকুরগাঁও শহরে ছিলনা শিশুদের জন্য বিনোদন কেন্দ্র বা পার্ক। প্রায় দেরযুগ আগে জেলা পরিষদ এখানে একটি পার্ক স্থাপনের উদ্যোগ নিলেও প্রয়োজনীয় বরাদ্দের অভাবে তা পরিত্যাক্ত থাকে। দীর্ঘদিন প্রতিক্ষার পর এমএসটি এন্টারপ্রাইজের পরিচালনায় এই শিশু পার্কটির কার্যক্রম শুরু করায় শিশু ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দের জোয়ার এসেছে। পার্কটি উদ্বোধন করার সাথে সাথে সেখানে বিভিন্ন রাইডসে শিশুদের ঢল নামে।
×