ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

অনুর্ধ-১৯ বিশ্বকাপ

ক্রিকেটে হার দিয়ে শুরু বাংলাদেশের

প্রকাশিত: ০১:০৫, ১৭ জানুয়ারি ২০২২

ক্রিকেটে হার দিয়ে শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন হিসেবে এবার বাংলাদেশের যুবাদের ঘিরে আছে বাড়তি আগ্রহ। সেখানে অনুর্ধ-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভীষণ রকমের হতাশ করল রাকিবুল হাসানের দল। ইংলিশদের কাছে যে পাত্তাই পেল না তারা। ব্যাটিং ভরাডুবির ম্যাচে হারল ৭ উইকেটের বড় ব্যবধানে। ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে রবিবার টস জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশ ৩৫.২ ওভারে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে যায়। এগারো নম্বরে নামা রিপন মণ্ডল ৪১ বলে ৫ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩৩ রানে অপরাজিত থাকেন। চারে ব্যাটিং করা আইচ মোল্লা ১৩, আটে নামা এসএম মেহরব ১৪ এবং দশ নম্বরে নাইমুর রহমান করেন ১১ রান। আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেননি। ৯ ওভারে ১৬ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ইংলিশ বোলার জসুয়া বয়ডেন। জবাবে ২৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড। জর্জ থমাস ১৫, জ্যাকব বেথেল ৪৪ এবং অধিনায়ক টম প্রেস্ট ব্যক্তিগত ৪ রানে আউট হন। জেমস রিউ করেন অপরাজিত ২৬ রান। একটি করে উইকেট নেন রাকিবুল ও রিপন। বৃহস্পতিবার গ্রæপ পর্বে পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কানাডা।
×