ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ক্ষতিগ্রস্ত ভূমিহীনদের মানববন্ধন

প্রকাশিত: ২২:৪৭, ১৬ জানুয়ারি ২০২২

নওগাঁয় ক্ষতিগ্রস্ত ভূমিহীনদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর মান্দায় বাঁধ কেটে তলিয়ে দিয়ে শতাধিক বিঘা জমির বোরো ধান নষ্ট করার অভিযোগ উঠেছে প্রভাবশালী দুই ব্যক্তির বিরুদ্ধে। এ সময় ধানচাষের দুটি পাওয়ার টিলার ও ২০ শ্যালোমেশিন পুড়িয়ে দেয় প্রভাবশালীদের ভাড়াটিয়া বাহিনী। এর প্রতিবাদে শনিবার দুপুরে পাকুড়িয়া শহীদ বাজারে বধ্যভূমির সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন ভূমিহীন পরিবারের সদস্যরা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পাকুড়িয়া-কালিসভা ভূমিহীন সমিতির সভাপতি দানেছ আলী প্রামানিক, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মমতাজ উদ্দিন, মোবারক হোসেন, নাসির উদ্দিন, রুবিনা বিবি প্রমুখ। পাকুড়িয়া ভূমিহীন সমিতির সভাপতি দানেছ আলী প্রামানিক বলেন, বিলউথরাইল জলমহালের ৯৩৩ একর খাস জমির মধ্যে শতাধিক বিঘা পাকুড়িয়া ও কালিসফা গ্রামের ভূমিহীন ৮০ পরিবার দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। বর্ষা মৌসুমে বিলে মাছ শিকার করেন মৎস্যজীবী ও ভূমিহীন পরিবারের লোকজন। শুষ্ক মৌসুমে ওই খাস সম্পত্তিতে বোরো ধানের চাষ করেন তারা। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, বিলউথরাইল বিলে মারপিটের ঘটনায় ফারুক আহমেদ বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলার আসামি গ্রেফতারে শুক্রবার রাতে অভিযান দেয়া হয়েছিল।
×