ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হোবার্ট টেস্টে বোলারদের দিন

প্রকাশিত: ২২:৪১, ১৬ জানুয়ারি ২০২২

হোবার্ট টেস্টে বোলারদের দিন

স্পোর্টস রিপোর্টার ॥ হোবার্টে এ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় দিন ছিল বোলারদের দাপট। শনিবার দুই দলের তিন ইনিংস মিলিয়ে পতন হয়েছে ১৭ উইকেটের! ফ্লাড লাইটের আলোয় গোলাপি বলের ডে-নাইট টেস্টে এদিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে থামে ৩০৩ রানে। পরে ইংল্যান্ডকে ১৮৮ রানে অলআউট করে তারা পায় ১১৫ রানের লিড। দিন শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার রান ৩ উইকেটে ৩৭। ৭ উইকেট হাতে রেখে স্বাগতিকরা এগিয়ে আছে ১৫২ রানে। ডেভিড ওয়ার্নার (০) আবারও আউট হয়েছেন শূন্য রানে। উইকেটে স্টিভেন স্মিথের (১৭*) সঙ্গী ‘নাইটওয়াচম্যান’ স্কট বোল্যান্ড (৩*)। ৬ উইকেটে ২৪১ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা অস্ট্রেলিয়া যোগ করতে পারে আর ৬২ রান। দিনের শুরুতেই তারা হারায় মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সকে। আগের দিন ১০ রানে অপরাজিত এ্যালেক্স ক্যারি থামেন ২৪ রানে। ২৮০ রানে ৯ উইকেট হারানোর পর তাদের স্কোর তিনশ’ ছাড়ায় মূলত নাথান লেয়নের ব্যাটে। মার্ক উডকে তিনটি ছক্কায় ২৭ বলে ৩১ রান করে তিনি আউট হন শেষ ব্যাটসম্যান হিসেবে। স্টুয়ার্ট ব্রড ও উড নেন ৩টি করে উইকেট। উল্লেখ্য, এ্যাশেজের প্রথম তিন টেস্ট জিতে ট্রফি নিশ্চিত করেছে কামিন্সের অস্ট্রেলিয়া। চতুর্থ ম্যাচ ড্র হয়। সর্বোপরি সাদা পোশাকে দুঃস্বপ্নের এক সফরই পার করছে জো রুটের ইংল্যান্ড।
×