ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোরেলগঞ্জে ৭২ হাজার এনআইডি পুড়িয়ে ধ্বংস

প্রকাশিত: ২৩:৫৯, ১৪ জানুয়ারি ২০২২

মোরেলগঞ্জে ৭২ হাজার এনআইডি পুড়িয়ে ধ্বংস

সংবাদদাতা, মোরেলগঞ্জ, বাগেরহাট ॥ বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে ৭২ হাজার পেপার লেমিনেটেড (এনআইডি) জাতীয় পরিচয়পত্র পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম এসব কার্ড পুড়িয়ে ধ্বংস করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, পুলিশের এসআই সাধন কুমার এ সময় উপস্থিত ছিলেন। নির্বাচন কর্মকর্তা বলেন, উপজেলার ১৬টি ইউনিয়নে মধ্যে ১০টি ইউনিয়নে ৭২ হাজার ৫৩০ জনের হাতে স্মার্টকার্ড তুলে দেয়া হয়েছে। তাই ওইসব পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ধর্ষণের পর হত্যা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের একটি খাল থেকে মরিয়ম বেগম (৩৫) নামের এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ওই মহিলাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে এলাকাবাসীর ধারণা করছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার সন্ধ্যা নদীর শাখা খালে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মরিয়ম বেগম ভূতেরদিয়া গ্রামের মৃত হারুন হাওলাদারে স্ত্রী। বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, নিহতের ১০ বছর বয়সের একমাত্র পুত্র তার নিকটাত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়েছিল। যে কারণে বুধবার রাতে মরিয়ম নিজ বসতঘরে একাই ছিলেন। স্থানীয়দের ধারণা, অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা ধর্ষণের পর শ্বাসরুদ্ধে হত্যা করে মরিয়মের লাশ খালে ফেলে দিয়েছে। এ ব্যাপারে ওসি বলেন, নিহতের লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেলেই প্রকৃত রহস্য বেরিয়ে আসবে।
×