ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাবি ডিন নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ জয়

প্রকাশিত: ২৩:৪৭, ১৪ জানুয়ারি ২০২২

ঢাবি ডিন নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ জয়

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০টি অনুষদের ২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের ডিন নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের প্রার্থীরা নিরঙ্কুশ জয় লাভ করেছেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোটগণনা শেষে ফল ঘোষণা করেন বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দীন। নির্বাচিত ডিনগণ হলেন অধ্যাপক ড. আবদুল বাছির (কলা অনুষদ), অধ্যাপক ড. মোঃ আব্দুস ছামাদ (বিজ্ঞান অনুষদ), অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন (বিজনেস স্টাডিজ অনুষদ), অধ্যাপক ড. মোঃ জিয়াউর রহমান (সামাজিক বিজ্ঞান অনুষদ), অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান (জীববিজ্ঞান অনুষদ), অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার (ফার্মেসি অনুষদ), অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু (ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি অনুষদ) এবং অধ্যাপক নিসার হোসেন (চারুকলা অনুষদ)। অধ্যাপক ড. মোঃ রহমত উল্লাহ আইন অনুষদের এবং অধ্যাপক ড. মোঃ জিল্লুর রহমান আর্থ এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
×