ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সাত মাস পর হত্যাকারী গ্রেফতার

প্রকাশিত: ০০:০৬, ১২ জানুয়ারি ২০২২

সাত মাস পর হত্যাকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বোমা হামলায় নিহতের ঘটনার দীর্ঘ সাত মাস পর মূল হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের। মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি তানভির হাসান জিতু হাওলাদারকে (৩৩) গ্রেফতারের পর মূল রহস্য বেরিয়ে আসতে থাকে। গ্রেফতারকৃত জিতু হাওলাদার বোমা তৈরি ও নিক্ষেপ এবং বোমা হামলায় আবু বক্কর ফকিরকে হত্যার ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দীতে আদালতে স্বীকারোক্তিমূলক লোমহর্ষক বর্ননা করেছেন। সে (জিতু) কালকিনি উপজেলার ঠেঙ্গামারা গ্রামের আব্দুর রহিম হাওলাদারের ছেলে। মঙ্গলবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আফজাল হোসেন বলেন, বহুল আলোচিত বোমা হামলায় আবু বক্কর ফকির হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি তানভির হাসান জিতু হাওলাদার বরিশাল অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে।
×