ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাসান আরিফের শারীরিক অবস্থার অবনতি

প্রকাশিত: ২৩:৪০, ৯ জানুয়ারি ২০২২

হাসান আরিফের শারীরিক অবস্থার অবনতি

স্টাফ রিপোর্টার ॥ দেশের সাংস্কৃতিক আন্দোলনের সামনের সারির অন্যতম এক সংগঠক হাসান আরিফ। বরেণ্য এই আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত এক মাস ধরে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এই আবৃত্তিশিল্পীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার সকালে তার হার্ট এ্যাটাক হয়। এ বিষয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জনকণ্ঠকে বলেন, হাসান আরিফের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় শনিবার সকালে তার হার্ট এ্যাটাক হয়েছে। হার্ট এ্যাটাকের পর পালস পাওয়া যাচ্ছে। কিন্তু অবস্থা ভাল না। সব মিলিয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় আমরা হাসান আরিফের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি। বর্তমানে হাসপাতালের ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) রয়েছেন হাসান আরিফ। গত ২ ডিসেম্বর করোনা রেজাল্ট পজিটিভ আসার পরদিন হাসান আরিফকে হাসপাতালের ভর্তি করা হয়। পরবর্তীতে অবস্থার অবনতি ঘটায় তাকে আইসিইউতে নেয়া হয়। হাসান আরিফ প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে দীর্ঘ সময় থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ঘাতক-দালালদের বিচারের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি দীর্ঘ সময় বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। দেশের আবৃত্তিশিল্পে অনন্য ভূমিকা রাখার জন্য ২০২০ তাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি পদকে ভূষিত করা হয়।
×