নাইজিরিয়ার জামফারা রাজ্যে সশস্ত্র ডাকাতরা অন্তত ৩০ জনকে হত্যা করেছে বলে গ্রামবাসী ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে নাইজিরিয়ার উত্তর-পশ্চিমে একাধিক হামলার ঘটনা ঘটেছে; ক্ষয়িষ্ণু অর্থনীতির মধ্যে দেশটির সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাওয়ায় ২০২০ সালের শেষ থেকে ওই অঞ্চলে গণহারে অপহরণসহ নানা সহিংস অপরাধের পরিমাণ বাড়তে দেখা যাচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবার স্থানীয় সময় বেলা পৌনে ১টার দিকে তিন শতাধিক সশস্ত্র ডাকাত মটরবাইকে করে জামফারার আনকা এলাকার ৮টি গ্রামে হানা দেয় এবং নির্বিচারে গুলিবর্ষণ করে বলে জানান তিন বাসিন্দা।পালিয়ে বাঁচা এক বাসিন্দা আবুবাকার বেলো টেলিফোনে রয়টার্সকে বলেন, হামলার সময় গ্রামগুলোতে যে পরিমাণ প্রহরী ছিল ডাকাতদের সংখ্যা ছিল তার তুলনায় অনেক বেশি। ডাকাতরা অসংখ্য বাড়ি ও দোকানপাট পুড়িয়ে দিয়েছে।