ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দীর্ঘপথ পাড়ি দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন দৌড়বিদ টুকু

প্রকাশিত: ২১:৫৩, ৮ জানুয়ারি ২০২২

দীর্ঘপথ পাড়ি দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন দৌড়বিদ টুকু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দীর্ঘ ২১ কিলোমিটার দৌড় শেষ করে ফিনিস লাইনে এসে ‘ভি’ চিহ্ন উঁচিয়ে বিজয়ের আনন্দ প্রকাশ করেছিলেন পটুয়াখালী থেকে আসা দৌড়বিদ টুকু জামিল। কিন্তু এ বিজয়ের আনন্দ মুহূর্তেই শেষ হয়ে যায় হৃদরোগে আক্রান্ত হয়ে। সেখান থেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটে শুক্রবার চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে। সেইলর চট্টগ্রাম নামের একটি সংগঠন একটি হাফ ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছিল। এতে অংশ নিয়েছিলেন পটুয়াখালীর টুকু জামিল। প্রায় ৫০ বছর বয়সী এ ব্যক্তি এতটুকু পথ পাড়ি দিয়েছিলেন পূর্ণ দম নিয়ে। একুশ কিলোমিটার অতিক্রম করে চলে এসেছিলেন একেবারে শেষ লাইনে। বিজয়সূচক চিহ্ন ‘ভি’ তুলে ধরেছিলেন তিনি। এ সময় তার চোখে মুখে ছিল আনন্দের ছাপ। কিন্তু মুহূর্তেই সে আনন্দ মিলিয়ে যায়। তিনি লুটিয়ে পড়েন মাটিতে। হার্টের তীব্র ব্যথায় কাতরাতে থাকেন। সেখানে উপস্থিত সকলে ম্যারাথনের আনন্দ ভুলে তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মর্মান্তিক এ ঘটনা আয়োজকদের স্তম্ভিত করে দেয়। নেমে আসে শোকের ছায়া।
×