ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ায় ঢুকতে পারলেন না জোকোভিচ

প্রকাশিত: ০০:০০, ৭ জানুয়ারি ২০২২

অস্ট্রেলিয়ায় ঢুকতে পারলেন না জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ বর্তমান বিশ্ব টেনিসের শীর্ষ তারকা নোভাক জোকোভিচ। গত মৌসুমটাও স্বপ্নের মতো কেটেছে তার। যদিওবা ভ্যাকসিন গ্রহণে সবসময়ই অনীহা প্রকাশ করেছেন তিনি। যা নিয়ে এক মাস ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ছিল। শঙ্কা ছিল নতুন মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখতে খেলার অনুমতি পাবেন কিনা সার্বিয়ান তারকা। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান সরকারের করোনার কঠোর বিধিনিষেধের কাছে হার মানতেই হলো বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে। স্থানীয় সময় বুধবার অস্ট্রেলিয়ায় প্রবেশের প্রয়োজনীয় করোনা প্রতিষেধক সংক্রান্ত কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মেলবোর্ন বিমানবন্দরে কয়েক ঘণ্টা অপেক্ষায় রাখা হয় সার্বিয়ান তারকাকে। শেষ পর্যন্ত বিশেষ ব্যবস্থায় সরকারী এক হোটেলে রাখা হয় তাকে। সেইসঙ্গে তার ভিসাও বাতিল করা হয়েছে। পাশাপাশি দেশে ফেরার জন্যও বলা হচ্ছে ২০ গ্র্যান্ডস্লামের মালিককে। আগামী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে অস্ট্রেলিয়ান ওপেন। মৌসুমের প্রথম মেজর এই টুর্নামেন্টে খেলার উদ্দেশ্যেই করোনার প্রতিষেধক টিকা না নিয়ে বিশেষ মেডিক্যাল প্যানেলের ছাড়পত্র নিয়ে মেলবোর্নে খেলতে এসেছিলেন নোভাক জোকোভিচ। কিন্তু ডাবল ভ্যাকসিন না থাকলে বিশ্বের যে কোন দেশ থেকে কেউই অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না বলে কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। সেই বিধি-নিষেধেই আটকে গেলেন সার্বিয়ান তারকা। জোকোভিচের ব্যাপারে মরিসন একেবারে সুস্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন যে, ‘আইন আইনই, যা সবার জন্য প্রযোজ্য। এখানে বিশেষ কেস বলে কিছু নেই।’ জোকোভিচের এমন কঠিন পরিস্থিতিতে খারাপ লাগছে তারই চিরপ্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদালের। স্প্যানিশ এই টেনিস তারকা মনে করেন, টিকা না নিলে এমন কিছু যে হতে পারে তা আগেই ভাবা উচিত ছিল জোকোভিচের। নাদাল বলেন, ‘নিঃসন্দেহে যা ঘটছে তা আমার ভাল লাগছে না।’
×