ইরানের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। ওই অঞ্চলে সপ্তাহজুড়ে আরও ভারি বৃষ্টির শঙ্কা রয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে এসব তথ্য। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির ন্যাশনাল রেসকিউ সার্ভিসের মুখপাত্র মোজতবা খালেদি বলেন, দক্ষিণাঞ্চলে কয়েকদিন ধরে ভারি বৃষ্টির কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতি ও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তিনি জানান, এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে এবং নিখোঁজ রয়েছেন আরও দুজন। -আলজাজিরা
আগ্নেয়গিরিতে পড়ে বৃদ্ধের মৃত্যু
যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে একটি সক্রিয় আগ্নেয়গিরিতে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনার সময় আগ্নেয়গিরির পাশে জাতীয় উদ্যানে ছিলেন ওই বৃদ্ধ। ওখান থেকে সক্রিয় কিলাউয়া আগ্নেয়গিরিতে পড়ে তার মৃত্যু হয়।-সিএনএন