ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাকিবকে নিয়ে সিনেমা বানাতে চান সৃজিত

প্রকাশিত: ০১:০০, ৯ ডিসেম্বর ২০২১

সাকিবকে নিয়ে সিনেমা বানাতে চান সৃজিত

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টেস্ট চলছি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পঞ্চম ও শেষদিন মাঠে উপস্থিত হন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী রাফিয়াথ রাশিদ মিথিলা ও তার স্বামী পশ্চিমবঙ্গের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। চা বিরতির দুজন উপস্থিত হন স্টেডিয়ামের প্রেসবক্সে। সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সৃজিত জানান, বাংলাদেশের বিশ্বসেরা বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে বায়োপিক বানাতে চান তিনি। সৃজিত বলেন, ‘সাকিবকে নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা অবশ্যই আছে। সাকিবকে নিয়ে এখনও কোন সিনেমা হয়নি কেন, সেটাই ভাবছি। সে এমন একজন আন্তর্জাতিক মানের অলরাউন্ডার, আমি ভেবেছিলাম এতদিনে তো হুড়োহুড়ি লেগে যাবে, কে বানাবে। যদি বানানো হয়, অবশ্যই আমার আগ্রহ থাকবে বানানোর জন্য।’ সাকিবের পাশাপাশি বাংলাদেশের দুই সাবেক অধিনায়কের জীবনী নিয়ে পড়াশোনা করেছেন সৃজিত। তারা হলেন রকিবুল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। এর মধ্যে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরুর ঠিক আগে পাকিস্তান একাদশের হয়ে ঢাকা স্টেডিয়ামে ব্যাটে ‘জয় বাংলা’ স্টিকার লাগিয়ে রকিবুলের ব্যাটিং করতে নামার ইতিহাসটা খুব টানে সৃজিতকে। সেটি নিয়েও ছবি বানানোর ইচ্ছা তাঁর। ক্রিকেট নিয়ে ইতোমধ্যেই একটি মুভি বানিয়েছেন ‘শাবাশ মিঠু’ নামে যেটি ভারত মহিলা ক্রিকেট দলের কিংবদন্তি ব্যাটার মিতালি রাজের বায়োপিক। আগামী বছর ফেব্রুয়ারিতে বায়োপিকটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
×