ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো সংবাদ

প্রকাশিত: ২৩:৫৫, ৯ ডিসেম্বর ২০২১

টুকরো সংবাদ

নতুন বছরে মিমি জনপ্রিয় অভিনেত্রী-নির্দেশক আফসানা মিমি। নতুন বছরে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘পাপ পুণ্য’ সিনেমাটি। এটি পরিচালনা করেছেন গিয়াস উদ্দিন সেলিম। দুই বছর আগে অর্থাৎ ২০১৯ সালের আগস্টে শুরু হয়েছিল তারকাবহুল এ সিনেমার শূটিং। একটানা শূটিংয়ের মাধ্যমে সে বছরেই ক্যামেরা ক্লোজ হয়। চলতি বছরের জানুয়ারিতে চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেয়ার পর বিনা কর্তনে ছাড়পত্র পায় এটি, সেইসঙ্গে হয় প্রশংসিত। অবশেষে নতুন বছরে ৪ ফেব্রুয়ারি এটির মক্তির দিন তারিখ নির্ধারণ করেছেন নির্মাতা। এদিকে গত বছর ১৮ নবেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন এ অভিনেত্রী। এবার ‘ব্ল্যাক টাইগার’ বড় পর্দায় এবার ‘ব্ল্যাক টাইগার’ হয়ে আসছেন বলিউড অভিনেতা সালমান খান। ভারতীয় গুপ্তচর রবীন্দ্র কৌশিকের বায়োপিকে তাকে দেখা যাবে। তিনিই ‘ব্ল্যাক টাইগার’ নামে পরিচিত ওই গুপ্তচরকে ফুটিয়ে তুলবেন রুপালি পর্দায়। তবে ছবির কাজ এখনও একেবারে প্রাথমিক স্তরে রয়েছে। তৈরি করা হয়েছে চিত্রনাট্য। ফলে ছবি নিয়ে এখনই বিশদে কিছু জানার সুযোগ নেই। এদিকে শাহরুখ খানের ‘পাঠান’ ছবিতে ক্যামিও ভূমিকায় রয়েছেন তিনি। পাশাপাশি আসছে তার অভিনীত ‘টাইগার ৩’। এছাড়া করোনার ধাক্কা সামলে গত ২৬ নবেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’। ছবি ঘিরে ভাইজানের অনুরাগীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। অভিনয়ে নেই কুসুম শিকদার অভিনয়ে নেই দুই পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। ২০১৮ সালে এ অভিনেত্রী সর্বশেষ হানিফ সঙ্কেতের ‘শেষ-অশেষ’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। এরপর টিভি নাটকে আর কোন কাজ করেননি। একই রকমভাবে বড় পর্দায় শেষ ‘শঙ্খচিল’ ছবিতে দেখা গেছে তাকে। গৌতম ঘোষ পরিচালিত ইন্দো-বাংলাদেশ যৌথ প্রযোজনায় এই ছবি নির্মিত হয়েছে। এতে তিনি অভিনয় করেন কলকাতার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে। সেই বছর তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তবে কেন অভিনয় থেকে দূরে তিনি সেটির বিশেষ কোন কারণ বলতে নারাজ অভিনেত্রী। এখন দেখার বিষয় আবার কবে দর্শকের মাঝে ফিরে আসেন তিনি।
×