ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বরিশালের পানি শোধনাগার পাঁচ বছরেও চালু হয়নি

প্রকাশিত: ০০:১৮, ৬ ডিসেম্বর ২০২১

বরিশালের পানি শোধনাগার পাঁচ বছরেও চালু হয়নি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শতকোটি টাকা ব্য য়ে পাঁচ বছর পূর্বে বরিশাল নগরীতে নির্মিত দুটি পানি শোধনাগার একদিনের জন্যও চালু করা সম্ভব হয়নি। ফলে নগরীর বিভিন্নস্থানে সুপেয় পানির সঙ্কট রয়েই গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় নগরবাসীর সুপেয় পানি সঙ্কটের চাহিদা মেটাতে ২০০৯-১০ অর্থবছরে রূপাতলী ও বেলতলায় দুইটি পানি শোধনাগার নির্মাণ কাজ শুরু করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। ২০১৬ সালে নির্মাণ কাজ শেষে ২০১৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্লান্ট দুটির উদ্বোধন করেন। তবে বাস্তবায়ন সংস্থা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোঃ মঈনুল হাসান বলেন, সিটি কর্পোরেশনের কাছে তারা প্লান্ট দুটিকে বুঝিয়ে দিয়েছে। কিছু মেরামত আর সঠিক ব্যবস্থাপনায় এটা চালু করা সম্ভব।
×